সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : কারও মৃত্যু হয়েছে ৩ বছর আগে, কারও ২ বছর আগে, কিন্তু ভোটার তালিকায় এখনও জ্বলজ্বল করছে নাম। বসিরহাট পুরসভার একটি বুথেই হদিশ মিলল ৩২ জন ভূতুড়ে ভোটারের। ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নম্বর বুথে ১ হাজার ৮৪ জন ভোটারের মধ্যে ৩২ জনই ভূতুড়ে ভোটার! পরিবারের সদস্যদের দাবি, ডেথ সার্টিফিকেট জমা দেওয়ার পরও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মৃত সদস্যদের নাম।
আরও পড়ুন, 'এই যে আপনি বারবার আসছেন ভোটের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো..' ! নাম না করে নিশানা মুখ্যমন্ত্রীর
প্রশ্ন: মোট কতজন আপনাদের বাড়িতে আছে মৃত ভোটার? বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী : ৪ জন। মাদার অধিকারী, সমীর অধিকারী, তপন অধিকারী আর চণ্ডী অধিকারী।প্রশ্ন: এরা সবাই মারা গেছে? বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী : হ্যাঁ। প্রশ্ন: কতদিন আগে? বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী : এই ৬ বছর চলছে। আমরা তো জানি কেটে দিয়েছে। কিন্তু শুনছি এখনও নাম আছে। বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবীর দাস বলেন, না কাটলে কী করব বলুন? ডেথ সার্টিফিকেট আছে আমাদের কাছে সেটা তো পৌরসভায় দেওয়াই আছে। এদেরই কাজ না? এগুলো ক্যানসেল করা, বাদ দেওয়া। এরা যদি বাদ না দেয় আমরা কী করতে পারি? মা মারা গেছে ২২ সালে, দাদা মারা গেছে ২২ সালে। বাবা মারা গেছে ২০২৪ সালে।বিষয়টি স্বীকার করে নিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যানের। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, 'এতে অবাক হওয়ার কিছু নেই। সমগ্র পশ্চিমবঙ্গে এই মৃত ভোটারদের কাজে লাগিয়ে, সেখানে নিজেদের ইলেকশন মেশিনারি ব্যবহার করে, নিজেদের হার্মাদ বাহিনীকে ভুয়ো ভোট দিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় থাকছে। SIR এর মাধ্যমে প্রত্যেকটি ভুয়ো ভাটার, মৃত ভোটার চিহ্নিত করা হবে। ' বিধানসভা ভোটের ভোটার তালিকার বিশেষ সংশোধনে কি ধরা যাবে এইসব ভূতেদের? সেটাই দেখার।
সম্প্রতি ভূতুড়ে ভোটারের সন্ধান মিলেছিল কাটোয়ায়। তৃণমূল চালিত দাঁইহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বুথেই ৯ জন মৃত ব্যক্তির নাম ছিল ভোটার তালিকায়! তা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। BLO-র পরিবারকে বিজেপি সমর্থক বলে দাবি করে পক্ষপাতের অভিযোগ তুলেছিল তৃণমূল। নির্বাচন কমিশনের গুঁতো খেয়ে দোষারোপ, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অভিযোগ মানতে নারাজ । কিন্তু ভোটের ভূত বোধহয় রাজনীতি জানে, তাই কোনও রীতি-নীতির ধার ধারে না! ভোটার লিস্ট দেখলেই ঢুকে পড়েছিল। এবার ভূতুড়ে ভোটারের হদিশ মিলেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে। অভিযোগ, তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বুথেই ৯ জন মৃত ব্যক্তির নাম ছিল ভোটার তালিকায়!