সমীরণ পাল, বসিরহাট: মাসতুতো দিদির প্রেমিকের কাছে উপহার আনতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার নাবালিকা। অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনর (North 24 Parganas) মাটিয়া থানা এলাকায়। গতকাল একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকাকে।
উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার: পরিবারের অভিযোগ, বন্ধুর থেকে উপহার আনতে নাবালিকাকে পাঠায় মাসতুতো দিদি। উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় প্রেমিকের কাছ থেকে উপহার আনার জন্য নাবালিকা বোনকে পাঠায় তার মাসতুতো দিদি। বেশ কিছুক্ষণ পর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেফার করা হয় আর জি কর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা অভিযোগ, একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে শহর আলি সরদার ওই যুবক। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তরুণীকেও।
গতকাল রাতে একটি পার্ক থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেন স্থানীয়রা। ধ্যান্যকুরিয়া হাসপাতালে প্রথমে তাকে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় আরজি মেডিক্যাল কলেজে। জানা যায়, গতকাল উপহার আনতে গেলে মাসতুতো দিদির প্রেমিক একা পেয়ে ধর্ষণ করে নাবালিকাকে। এরপর পার্কে ফেলে রেখে চলে যায়। গতকালই মাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ তাদের আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচরপতি।
দিন কয়েক আগে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপককে। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের ওই কিশোরীর বাবা অধ্যাপকের পূর্ব পরিচিত। সম্প্রতি পড়াশোনার জন্য ছোট মেয়েকে অধ্যাপকের বাড়িতে রেখে তিনি কাজের সূত্রে মুম্বই চলে যান। অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে যৌন নিগ্রহ করেন অধ্যাপক। হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। আজ সকালে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়।
আরও পড়ুন: Rampurhat Violence Update: রামপুরহাটে হত্যালীলার ৫ দিন পার, এখনও আতঙ্কের অন্ধকারে ঢাকা বগটুই