উত্তর ২৪ পরগনা: দিদির দূতেও এবার তৃণমূলের কোন্দল! (TMC Clash) দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির আলাদা আলাদা কর্মসূচিতে যোগ দিতে হল কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar)। সাংসদের সামনেই বচসায় জড়াল দুই গোষ্ঠী। বিক্ষোভের মুখে দরজা বন্ধ করে বৈঠক করতে হল তৃণমূল সাংসদকে। গোষ্ঠীকোন্দল নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি (BJP)।


দিদির দূত কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে প়ড়তে হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। এরইমধ্যে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দিদির দূত কর্মসূচি ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিবাদ। দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিদের পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দিতে হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। শুধু তাই নয়, সাংসদের সামনেই বচসায় জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাইরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে, দরজা বন্ধ করে বৈঠক করতে হয় তৃণমূল সাংসদকে। কিন্তু, তৃণমূলের একপক্ষের অভিযোগ, সেই দলীয় কর্মসূচি অমান্য় করে, কাকলি ঘোষ দস্তিদারকে অন্য়ত্র নিয়ে যান স্থানীয় ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সহ সভাপতি  ঠাকুরচরণ মণ্ডল নিজের বক্তব্য জানিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারকে মিসগাইড করে নিয়ে যায়। ব্লক সভাপতি ও পঞ্চায়েত সভপতি নিয়ে যান। বুঝতে পারেন যখন, তখন ২ মিনিট ছিলেন। সাংসদ যখন বিষয়টি বুঝতে পারেন তিনি সাথে সাথে সেখান থেকে দলীয় নির্দেশ সূচি মেনে তিনি তাঁর কর্মসূচিতে যান।যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় ব্লক সভাপতি।কাটিহাট তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি প্রকাশ সর্দারের দাবি এই ধরনের কোন ঘটনাই ঘটেনি। বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের কিছু অনুগামী সঙ্গে ভারতীয় জনতা পার্টি চক্রান্ত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে।যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 


আরও পড়ুন, বকেয়া DA নিয়ে প্রশ্ন তোলার জের, শাসকের শোকজের মুখে প্রধান শিক্ষক !


গতবছর একাধিকবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। তৃণমূলের ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে জানা যায়, দু’পক্ষের একাধিক জন আহত হন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি। এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হয়েছেন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে রবিবার রাতে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।