সমীরণ পাল, বনগাঁ: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের প্রতিবাদ, উত্তর ২৪ পরগনার বনগাঁ যশোর রোডের বাটার মোড় ও চাকদা রোডে অবরোধ করল মতুয়ারা৷ অবরোধ সামিল হন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ডাঙ্কা নিয়ে সামিল হন মতুয়া ভক্তরা ৷


রাস্তা অবরোধ করল মতুয়া ভক্তরা: মুখ্যমন্ত্রীর মতুয়া ধর্মগুরুদের ভুল নাম বলা নিয়ে আগেই আন্দোলনের ঘোষণা করেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে, তৃণমূল ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি-ডাঙ্কা নিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। শুধু তৈরি থাকাই নয়, প্রয়োজনে মারধরের দাওয়াই দেন। শুক্রবার একই ইস্যুতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় মতুয়াদের একাংশ। একইভাবে এদিনও বনগাঁ যশোর রোডের বাটার মোড় ও চাকদা রোডে অবরোধ করেন মতুয়ারা৷                                                                                                                     


দিনকয়েক আগে মালদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়, মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে ভুল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বোলপুরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে কার্যত নিজের ভুল স্বীকারও করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ বিজেপি। একদিকে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। পথে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপিও।                                       

২০২১-এর বিধানসভা নির্বাচনেও নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতুয়া ভোটের সিংহভাগ যায় বিজেপির দিকে। তবে গত পুরভোটে মতুয়া অধ্যুষিত বিভিন্ন জায়গায় হারানো জমি অনেকটাই ফেরাতে সক্ষম হয় তৃণমূল। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে মুখ্যমন্ত্রীর ভুল করা নিয়ে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।                           


আরও পড়ুন: DA Protest: পালাগানের মাধ্যমে প্রতিবাদ, বকেয়া DA-র দাবিতে প্রতীকী অনশনে রাজ্য সরকারি কর্মীরা