সমীরণ পাল, গাইঘাটা: বাংলার রেশনের চাল কি পৌঁছে গেছিল বাংলাদেশেও? এই প্রশ্ন উঠছে কারণ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটার পাঁচপোতা অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, তাঁদেরকে কম রেশন দিয়ে তা পাচার করা হত বাংলাদেশ। রেশনের চাল বাংলাদেশে পাচার হলে BSF কী করছিল? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। আমাদের রাজ্য থেকে সবই পাচার হয়। একা বিএসএফের পক্ষে আটকানো সম্ভব নয়। পাল্টা জবাব দিয়েছেন শমীক ভট্টাচার্য।


রেশনের চাল কি পৌঁছে বাংলাদেশেও?


মাত্র ৩ বছর আগে গোটা দেশ বা রাজ্য দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ভয়ঙ্কর করোনাকাল। দেশজুড়ে লকডাউন। বহু মানুষের হাতে কাজ নেই। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পুর নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ। আর এবার রেশন বণ্টন দুর্নীতির অভিযোগ। স্পটতই, যার সঙ্গে জড়িয়ে আছে দু'বেলা দু'মুঠো খাবারের মতো বিষয়।


রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ED। এখন প্রশ্ন উঠছে, বাংলার মানুষকে 'ভাতে মেরে' সেই চাল কি পৌঁছে গেছিল বাংলাদেশে? গরুর সঙ্গে কি বাংলাদেশে পাচার হয়েছে রেশনের চাল-গমও? উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ করছেন, তাঁদেরকে কম রেশন দিয়ে তা পাচার করা হত বাংলাদেশ।


যেখানকার মানুষ একথা বলছেন, সেই গাইঘাটা থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী ও রেশন দুর্নীতিতে ধৃত জ্য়োতিপ্রিয় মল্লিকের রাজনৈতিক উত্থান। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে থেকেই, ভরা বাম আমলে ২০০১ ও ২০০৬ পরপর দুবার গাইঘাটার মানুষ জ্যোতিপ্রিয় মল্লিককে ঢেলে সমর্থন করেছেন, বিধায়ক করেছেন। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরেকেটে ১০ কিলোমিটার। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে দায় কার? উঠছে প্রশ্ন। এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এটা তো বিএসএফের দেখার। বিএসএফ কী করছিল, যদি এই অভিযোগ সত্যি হয়।’’ পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের রাজ্য থেকে সবই তো পাচার হয়। ফলে এখান থেকে ওদিকে কিছু তো যায়। তৃণমূল প্রশ্ন তুলবে BSF কী করছিল? একা BSF এই দীর্ঘ বর্ডারে আটকাতে পারবে না।’’


আরও পড়ুন: Kolkata News: শহিদ মিনারে বাজি বাজার বসা নিয়ে আপত্তি, প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি সবুজ মঞ্চের