কলকাতা: আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের মাঝেই ট্রাফিক গার্ডের দুই ASI-কে বেধড়ক পেটানোর অভিযোগ মধ্যমগ্রামে। ট্রাফিক আইন ভাঙায় বাইক আটকানোয় মধ্যমগ্রামের জনবহুল এলাকায় ট্রাফিক গার্ডের দুই ASI-কে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল।যদিও ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও বাইক আরোহীরে মারধরের পাল্টা অভিযোগ উঠেছে। এমনকী, এই ঘটনা সোশাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করায় এক যুবককে পুলিশ আটক করে বলে তাঁর পরিবারের দাবি।


 যদিও পুলিশ জানিয়েছে, CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চারজনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনের খোঁজ চলছে।  মূলত গত কয়েকদিন ধরেই মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়ে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছে। পুলিশের দাবি, গতকাল সিগন্যাল ভাঙায় এক বাইক আরোহীকে আটকানো হয়। অভিযোগ, তখনই পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের কিয়স্ক থেকে দুই ASI-কে টেনে বার করে পেটানো হয় বলে অভিযোগ।


রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে রাজ্য় সরকার গঠিত সিটের সদস্য় এবং বেশ কয়েক জন পুলিশ আধিকারিক সিজিওতে যান। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করল সিবিআই।রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে রাজ্য় সরকার গঠিত সিটের সদস্য় এবং বেশ কয়েক জন পুলিশ আধিকারিক সিজিওতে যান। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করল সিবিআই।


আরও পড়ুন, 'মৃতদেহ সৎকারে তাড়াহুড়ো কেন?' কী হয়েছিল সেদিন ? RG কর কাণ্ডে মুখ খুললেন পানিহাটি শ্মশানের কর্মী


৮ অগাস্ট এবং ৯ অগাস্টের মাঝের রাতে আর জি কর মেডিক্যাল কলেজে কী ঘটেছিল? চিকিৎসকের ধর্ষণ-খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিল আরও কেউ? তদন্তভার হাতে নেওয়ার এক সপ্তাহ পরও এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে CBI.সূত্রের খোঁজে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেরা করা হয়েছে। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকেও গত ৯ দিনে ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI. কিন্তু, কে সত্য়ি বলছে? কেউ কি আসল ঘটনা আড়াল করতে চাইছে? তার হদিশ পেতে রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করল CBI.


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।