কামারহাটি: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) ডেঙ্গি আক্রান্ত রোগীর (Dengue Patient) রহস্যমৃত্যু। শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার (Deadbody Rescued) ঘিরে উত্তেজনা। মৃতের নাম ইন্দ্রজিৎ মান্না । তাঁর বাড়ি শ্যামনগরে (Shyamnagar)।


পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত এই রোগী (Dengue Patient) ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যালে। পরিবারের দাবি, রাতে হাসপাতালের তরফে ফোন করে জানানো হয়, রোগী শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। এরপরই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। অশান্তি এড়াতে হাসপাতালে মোতায়েন বেলঘরিয়া থানার (Belgharia Police Station) পুলিশ। 


উল্লেখ্য, কীভাবে ওই রোগীর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতের পরিবারের দাবি, মানসিক কোনও সমস্যা ওই ব্যক্তির ছিল না। এমনকী শারীরিকভাবেও স্থিতিশীল ছিলেন রোগী । তাহলে কীভাবে মৃত্যু তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।


উল্লেখ্য, আজই পশ্চিম বর্ধমানের (West Burdwan) পাণ্ডবেশ্বরে গৃহবধূর রহস্যমৃত্যু (Housewife death) হয়েছে । শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও ভাসুর। মৃতের নাম রেণুকা বাদ্যকর। পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে বিয়ে হয় রেণুকার । একটি সন্তানও রয়েছে। গতকাল শ্বশুরবাড়ি থেকে বছর বাইশের গৃহবধূর (House Wife Death) ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতের পরিবারের দাবি, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করা হত । তাই পথের কাঁটা সরাতেই সম্ভবত গতকাল খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । 


আরও পড়ুন: Hooghly : মদের আসর থেকে গালিগালাজের প্রতিবাদ, পুলিশের অভিযান; যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা


আরও পড়ুন: West Burdwan News: গোবলয়ের ধাঁচে বাংলায় জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি, গ্রেফতার ২