কলকাতা: ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৬ দিনের সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ বসিরহাট কোর্টের (Basirhat Court)। ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলা (ED Attack) মামলায় ফের সিবিআই হেফাজত।


সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলার চার্জশিট থেকে শেখ শাহাজাহানের নাম বাদ পড়া নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। ১ এপ্রিলের মধ্য়ে এনিয়ে পুলিশের জবাব তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে, ফের সিবিআই হেফাজত হল সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের। শেখ শাহাজাহনকে ধরতে পুলিশের ভূমিকা নিয়ে আগেই বিস্তর প্রশ্ন উঠেছিল। আর এবার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের পুরনো মামলার চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ পড়া নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। শুক্রবার মামলার শুনানিতে, এনিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তকারী আধিকারিকের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন,চার্জশিটে কেন বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানের নাম? এখানেই শেষ নয়, ১ এপ্রিলের মধ্য়ে এনিয়ে পুলিশের জবাব তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।


বেজে গেছে লোকসভা ভোটের দামামা। তার মধ্য়েই ফের তেতে উঠল সন্দেশখালি। রাস্তায় আছড়ে পড়ল গ্রামবাসীদের বিক্ষোভ। গরাদের ভিতরে দাদা। স্ক্যানারে ভাই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED-র আধিকারিকদের ওপর হামলার ঘটনায়, সম্প্রতি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে CBI.CBI-এর দ্বিতীয় নোটিস পাওয়ার পর শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন শেখ আলমগীর  CBI-এর আধিকারিকরা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন।CBI সূত্রের খবর,  প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। শেখ আলমগীর ছাড়াও নিজাম প্য়ালেসে হাজিরা দিয়েছিলেন শেখ শাহজাহানের আরও তিনজন ঘনিষ্ঠ। সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা এবং আকসাদ গায়েনকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে CBI সূত্রে খবর। 


আরও পড়ুন, যতোই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি : শুভেন্দু


৫ জানুয়ারি ED-র ওপর হামলার সময় তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা? হামলার সঙ্গে তাঁরা কোনওভাবে জড়িত কিনা? ঘটনার পর শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিলেন কিনা? সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে আলমগীরদের। সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহাজাহানের বাড়ির পাশেই তাঁর ভাই শেখ আলমগীরের বাড়ি। ED-র ওপর হামলার ঘটনার তদন্তে ৮ মার্চ সন্দেশখালিতে গিয়ে শেখ আলমগীরের বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করেছিল CBI.শেখ আলমগীর-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রথম তলব এড়ালেও, দ্বিতীয় নোটিস পেয়ে CBI অফিসে হাজিরা দিলেন শেখ আলমগীর। সন্দেশখালিতে দোকানের আড়ালে শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের গাড়ির হদিশ পেয়েছে ED.বাজেয়াপ্ত করা হয় ৩টি গাড়ি।