প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Incident) নিঃসন্দেশে একটি বড় বিষয়। ভোটের দিনঘোষণার পর বাংলায় ভোট শুরু হওয়ার আগে এবং চলাকালীন সময়ের মাঝে, বাংলার দুর্নীতির ইস্যুতে খুঁটিনাটি যে কোনও খবরই প্রভাব ফেলবে। তা বলার অপেক্ষা রাখে না। তাই নির্বাচনের আগে সন্দেশখালির পাল্লা বেশ অনেকটাই ভারী। এদিকে ইতিমধ্য়েই কাউন্টডাউন শুরু হয়েছে। ওদিকে ভোটবাক্সের জন্য প্রহর গুণছে প্রত্যেকেই। চারিদিকে প্রচারে প্রচারে ছয়লাপ। তারই মাঝে সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার এসডিপিও-র দফতরে সিবিআই (CBI)। সিবিআই সূত্রে খবর, ৫ জানুয়ারি থেকে কারা এসেছিল এসডিপিও দফতরে? জানতে এসডিপিও দফতরের সিসি ফুটেজ তলব। 


 সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার মিনাঁখার SDPO-র বাড়িতে গেল CBI. ইডির উপর হামলার ঘটনার তদন্তে এই প্রথম কোনও পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন তারা। সূত্রের খবর,বুধবার সন্ধেয়, প্রথমে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের অফিসে যান CBI আধিকারিকরা। এরপর, মিনাখাঁয় তাঁর বাড়িতেও যায় CBI. এদিন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকে নোটিস দিয়ে বেশ কিছু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়।প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সেখানে ছিলেন CBI আধিকারিকরা। 


শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার পর,CBI সূত্রে দাবি করা হয়েছিল,শেখ শাহজাহানের ২টি মোবাইল ফোন তারা পায়নি। বসিরহাট পুলিশ জেলার তরফেও জানানো হয়, গত ২৯ ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতারের সময় তাঁর মোবাইল ফোন পাননি তাঁরা। CID-ও মোবাইল পায়নি। আর এই প্রেক্ষাপটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। X হ্য়ান্ডেলে শুভেন্দু অধিকারী দাবি করেন। যখন শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে ছিল, তার 'লোক দেখানো' গ্রেফতারির আগে, 'আমিনুল' নামে একজন মমতা পুলিশ অফিসার তার আইফোন বাজেয়াপ্ত করে তার ঊর্ধ্বতন অফিসারদের কাছে হস্তান্তর করেন।


আরও পড়ুন, বৃষ্টিতে ছাতা মাথায় প্রচার BJP প্রার্থী লকেটের, দিন শুরু কালী মন্দিরে পুজো দিয়ে..


সেদিনই, পাল্টা বসিরহাট পুলিশ জেলার তরফে, শুভেন্দু অধিকারীর অভিযোগের স্ক্রিনশট পোস্ট করে X হ্য়ান্ডেলে লেখা হয়,এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কোনও খারাপ উদ্দেশে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে। এই মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।শুভেন্দু অধিকারী বলেন,সঠিক জায়গায় গেছে। ওর কাছেই ২টো আইফোন রাখা আছে। সেটা দিয়ে এদিক সেদিক যোগাযোগ করত শাহজাহান। দেরিতে হলেও ঠিক জায়গায় গেছেন। শেষ অবধি তদন্তে কী উঠে আসে, সেদিকেই সবার নজর।