কলকাতা: ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান (  Sheikh Shahjahan) সম্পর্কে কড়া মন্তব্য আদালতের (Court)। 'শেখ শাহজাহানকে গ্রেফতার করে জেরা করা প্রয়োজন', নির্দেশনামায় উল্লেখ ব্যাঙ্কশাল কোর্টের ইডি আদালতের বিচারকের (Justice)। 'তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে, শেখ শাহজাহানের কোনওদিনই আইনের উপর সম্মান ছিল না। সবসময় প্রভাব খাটিয়েছেন, ঔদ্ধত্য দেখিয়ে এসেছেন। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা হয়েছে। শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না', শেখ শাহজাহানের আগাম জামিনের মামলায় কড়া মন্তব্য বিচারকের (Justice)। 


অপরদিকে, 'সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে', সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। ৭ ফেব্রুয়ারির নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য। পুলিশি তদন্তে স্থগিতাদেশের অংশে পরিবর্তন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। 'আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করলে, কোন মামলায় গ্রেফতার দেখাতে হবে', হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল রাজ্যের। 'তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন', রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য প্রধান বিচারপতির। 'পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্যপ্রমাণ বিকৃত করবে। রাজ্য পুলিশ গ্রেফতার করলে লঘু ধারায় মামলা হবে। শেখ শাহজাহানের জামিনের সুবিধা হবে।' সিবিআই গ্রেফতার করলে কোনও অসুবিধা নেই, সওয়াল ইডির। সিবিআই বা ইডি চাইলেও গ্রেফতার করতে পারে, মন্তব্য প্রধান বিচারপতির।


আগের ৪৩টি মামলাতেও পুলিশ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে: ইডি। 'মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনই পালিয়ে বেড়াতে পারেন না। আইনকে অস্বীকার করতে পারে না, এড়িয়ে যেতে পারেন না', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'আবারও স্পষ্ট করছি, শেখ শাহজাহানকে গ্রেফতারির উপর কোনও স্থগিতাদেশ নেই', ফের জানালেন প্রধান বিচারপতি। 'কাল একটা খবর পেলাম যে অভিযোগের আগেই এফআইআর করা হয়েছে', প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মামলার প্রসঙ্গে টেনে মন্তব্য প্রধান বিচারপতির। ওটা ক্লারিক্যাল মিসটেক, সাফাই রাজ্যের। সোমবার মামলার পরবর্তী শুনানি।


আরও পড়ুন, 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু


এদিকে, শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উডবার্ন ওয়ার্ডেও তাঁর জন্য বেড তৈরি রাখা হচ্ছে', সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।