সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গ্রেফতার (Arrest) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভাই সঞ্জয় সিংহ (Sanjay Singh)। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলছে। সেই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন ২জন। এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল থানার সামনে। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে সঞ্জয় সিংহকে।
যা জানা গেল...
সূত্রের খবর, আজ নোয়াপাড়া থানার সঞ্জয় সিংহকে রাখা হয়েছে। গত কাল তাঁকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় যে গত কয়েক দিন ধরে যে অচলাবস্থা চলছে তাতে তৃণমূলেরই দুই সংগঠনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সঞ্জয় সিংহের নাম জড়িয়েছিল বলে খবর। ওই মামলাতেই গত কাল অর্জুনের ভাইকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের অশান্তির জেরে বার বার ওই কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতিতেও বেশ উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশবাহিনী নামিয়ে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। সাংসদ অর্জুন সিংহ একটি প্রতিবাদ সভাও করেন। সব মিলিয়ে চাপানউতোর চলছিলই। তার পর গত কাল রাতে সঞ্জয়ের গ্রেফতারিতে তেতে ওঠে পরিস্থিতি। জগদ্দল থানার সামনে উত্তেজনা তৈরি হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে দুর্নীতির অভিযোগে দলের একাধিক নেতার গ্রেফতারি ঘিরে সরব হয়েছিলেন অর্জুন সিংহ।
দুর্নীতি প্রশ্নে সরব অর্জুন...
দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে সে বার অর্জুন সিংহ বলেন ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’। সঙ্গে সংযোজন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।...মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '
আরও পড়ুন:প্রধানমন্ত্রীর চরম দুঃখের দিন খুদে পড়ুয়ার চিঠি, উত্তর দিলেন মোদি, কী লিখলেন