জয়ন্ত পাল, কলকাতা: দক্ষিণ দমদমে পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ। দাবি মতো চাঁদা না পেয়ে ক্লাব সদস্যদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে একটি পরিবার। পাল্টা মারধরের অভিযোগ করেছে ক্লাবও। তদন্ত শুরু করেছে দমদম থানা।


কৈলাসে ফিরেছেন উমা। দুর্গাপুজো শেষ হলেও, চাঁদার জুলুমবাজির অভিযোগ ঘিরে অশান্তি ছড়াল দক্ষিণ দমদমে। রবিবার দুপুরে দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়ুই এলাকায় একটি পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবার একটি ভিডিও দিয়েছে, যদিও এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। 


অভিযোগকারী পরিবারের দাবি, পুজোর আগে কোনও অঙ্ক না লিখে চাঁদার বিল কেটে দিয়ে যান। গড়ুই পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। ৫০০ টাকা দিতে চাইলে শুরু হয় অশান্তি। দাবি মতো চাঁদা না পেয়ে এদিন বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও তারা। ঘটনার ছবি ক্যামেরাবন্দি করেন বাড়ির এক সদস্য। ছবিব সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


অভিযোগ অস্বীকার করে পাল্টা ক্লাবের দাবি, এদিন চাঁদা চাইতে গেলে গালি-গালাজ করেন পরিবারের সদস্যরা। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ক্লাবের সম্পাদক, সভাপতিকে। 


গড়ুই পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক শম্ভু মজুমদার জানিয়েছেন, 
৫০০ টাকা দেবে বলে দুদিন আগে বলেছিল। ওঁর ছেলেরা বাড়িতে ছিল না। ফিরে এসেছে। চাঁদা চাইতে গেলে গালি-গালাজ। আমাকে ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।


গড়ুই পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি বাসুদেব দাস জানিয়েছেন, আমি তো চাঁদা গিয়েছিলাম। গালিগালাজ করছে। আমায় হাত ধরে মচকে দেয়। পড়ে যাই। ব্যাট দিয়ে মারে। ঘটনায় দু’পক্ষই দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


আরও পড়ুন: Jalpaiguri: জলপাইগুড়ির মালবাজারে চা বাগানে খাঁচাবন্দি চিতা


আরও পড়ুন: Weather Update: লক্ষ্মীপুজো পর্যন্ত চলবে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা