সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : পঞ্চায়েতের ( Panchayat ) নর্দমা তৈরির প্রকল্পের উদ্বোধন! তা ঘিরেও তৃণমূলের ২ ( TMC ) গোষ্ঠীর মধ্য়ে বিবাদ। হাতে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন গ্রামের মহিলারা।


এই ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার 9 North 24 Pargana ) হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীদের দাবি, ৪ দিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি ফিরোজ হাসান মোল্লা প্রকল্পের উদ্বোধন করেন। বৃহস্পতিবার সেখানে ফের প্রকল্পের উদ্বোধনের তোরজোর করেন, পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া মন্দিরা মণ্ডলের স্বামী তৃণমূল নেতা শঙ্কর মণ্ডল। এতেই ক্ষুব্ধ হয়ে চেয়ার-টেবিল মাইক ভাঙচুর করেন গ্রামবাসীরা। উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঝাঁটা নিয়ে তেড়ে যান মহিলারা। ঘটনায় আহত হয় ২ পক্ষের ৫জন।


তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খড়গপুরেও


অন্যদিকে, খড়গপুরেও প্রকাশ্য়ে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্য়ানের সঙ্গে খড়গপুর শহরের যুব তৃণমূলের সভাপতির বিবাদ। পুরসভার অস্থায়ী কর্মী, যুব তৃণমূল নেতা সোনু সিংহকেকে ঘাড় ধরে পুরসভা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পুরপ্রধান কল্য়াণী ঘোষের বিরুদ্ধে।


এরপরই পুরসভার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব তৃণমূল নেতার অনুগামীরা। ঘটনা ঘিরে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পুরপ্রধানকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও তোলেন কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রধান।  

জেলায় জেলায় তৃণমূলে ভাঙন


সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় প্রকাশ্যে আসছে তৃণমূলের অন্তর্কলহ। ধরছে ভাঙনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীনই বীরভূমে দলত্যাগ করেছেন তিন তৃণমূল নেতা। কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরেও কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, তো কেউ বিজেপিতে যোগ দিলেন। বুধবারই, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তারপরদিনই অনুব্রতহীন বীরভূমে অভিষেকের সফর চলাকালীন দল ছাড়েন ৩ তৃণমূল নেতা।নির্বাচনের আগে জনসংযোগে শান দিতে কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। 
আবার বৃহস্পতিবারই, এগরা ১ নম্বর ব্লকের কসবা এলাকায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।               


আরও পড়ুন :


গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?