উত্তর ২৪ পরগনা: বাগদায় দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের (TMC)। প্রথমে গণণা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখে ( Bagda BJP Candidate Binoy Kumar Biswas ) জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময়েও পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন শাসক দলের কর্মীরা। 


বিজেপি প্রার্থী বিনয়কুমার বলেন,' না এটা প্রত্যাশিত ছিল না। আমরা জিততাম। কিন্তু ছাপ্পা ভোটের কারণে এখানে হেরে গিয়েছি। অধিকাংশ বুথে ছাপ্পা ভোট হয়েছিল। যেখানে যেখানে আমরা গিয়েছিলাম, সেখানেই আমরা গড়মিল পেয়েছিলাম। আমরা ঠিকভাবে বুথে পৌঁছতেও পারিনি, তার আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।..সুস্থভাবে ভোট হলে বিজেপি এখানে জিতত। সুস্থভাবে ভোট না হওয়ার জন্য বিজেপি এখানে হেরেছে।' 


মূলত ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে তেতে উঠেছিল বাগদার ডিহিলদহ।  ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। ধাওয়া করে জমায়েত সরিয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ডিহিলদহর ৮১ ও ৮২ নম্বর বুথে হাতে কালি না লাগিয়ে ছাপ্পা ভোট চলেছিল বলে অভিযোগ। এই অভিযোগ পেয়েই সেখানে যান বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। বিজেপি প্রার্থী যেতেই তেতে উঠেছিল এলাকা।


আরও পড়ুন, ১৩ বছর পর বাগদায় ফুটল ঘাসফুল, ৩০ হাজারেরও বেশি ভোটে TMC প্রার্থী জয়ী মধুপর্ণা..


ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা শুরু হয়েছিল তৃণমূল কর্মীদের। বাড়ছিল জমায়েত। শেষ পর্যন্ত ধাওয়া করে জমায়েত সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যামের অভিযোগ উঠেছিল। খবর পেয়েই মালিপোঁতা ১৯৩ নম্বর বুথে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। যদিও তৃণমূলের দাবি ছিল, কোনও বুথ জ্যাম হয়নি। ভোটগ্রহণ হয় সুষ্ঠুভাবেই।  


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।