সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর থানার (Ashok Nagar Police Station) ঢিল ছোড়া দূরত্বে, স্কুলের কাছেই পড়ছিল বোমা ভর্তি ব্যাগ। সাতসকালে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা (Locals)। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বোমা মজুত করা হচ্ছে বলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি (BJP)। বহিরাগতদের ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল তৃণমূল (TMC)। 


স্কুলের সামনে বোমা ভর্তি ব্যাগ !


স্কুলের সামনেই বারুদের স্তূপ। কয়েক ফুট দূরত্বে পড়েছিল বোমা ভর্তি ২ টি প্লাস্টিকের ব্যাগ (Bombs in Plastic Bag)। হোলির সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার (Ashok Nagar-Kalyangarh Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে দুই ব্যাগ ভর্তি বোমা মেলে। জনবহুল এলাকায় ঘরের দুয়ারে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অশোকনগরের এক বাসিন্দা বলেছেন, 'ঘুম থেকে উঠে দেখলাম সুতলি পাকানো গোল্লা পড়ে আছে। বিড়ি সিগারেট মদের গ্লাস, একটু দূরে ব্যাগে করে আরও কয়েকটা ছিল ওখানে।' অপর এক বাসিন্দা বলেছেন, থানার সামনেই পড়ে ছিল বোমা ভর্তি ব্যাগ। কম করে ১০-১১ টা বোমা ছিল ব্যাগে। 


আগেও বোমা উদ্ধার, বিস্ফোরণ


অশোকনগরের ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল বা তার আশেপাশের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ হয়। এরপর ২১ নভেম্বর, হুগলির ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে মেলে ৩টি তাজা বোমা। চলতি বছরের ১২ জানুয়ারি, কোচবিহারের পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। ২৫ ফেব্রুয়ারি, বীরভূমের মাড়গ্রামে স্কুলের পাঁচিলের ধারে মেলে বোমা ভর্তি ঝোলা। ৩ মার্চ, মুর্শিদাবাদের হাসানপুরে স্কুলের ছাদ ও বাগান থেকে ২টি সকেট বোমা উদ্ধার হয়। বারবার স্কুলের সামনে বোমা উদ্ধারের ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে।
এবার সেই তালিকায় জুড়ল অশোকনগরের নাম।


আরও পড়ুন- টাকার পাহাড়ে শহর ! ফের বান্ডিল বান্ডিল নোট উদ্ধার, কোটি কোটি টাকার খোঁজ


এদিনই দিনহাটার সাহেবগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার হয় বিশাল আকারের কৌটো বোমা । আজ সকালে পশ্চিম বাকালিরছড়া এলাকায় চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে । এভাবে চাষের জমিতে বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায় ।