সমীরণ পাল, বাগদা: দোতলা পাকা বাড়ির মালিক। তাঁরই কিনা নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকের তালিকায়! পরিদর্শনে গিয়ে অবাক ওসি। আবাস যোজনা (Awas Yojana Scheme) প্রকল্পে বেনিয়মের অভিযোগ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদায় (Bagdha)।


দোতলা পাকা বাড়ির মালিকের নাম আবাস যোজনায়!


শুক্রবার দুপুরে হেলেঞ্চা গ্রামপঞ্চায়েতের পারকৃষ্ণচন্দ্রপুরে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা কয়েকজনের বাড়ি পরিদর্শনে যান বাগদা থানার ওসি। স্থানীয় বাসিন্দা বুলু কীর্তনীয়ার বাড়ি পৌঁছতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় তাঁর। দেখেন, পাকা বাড়ি, ভিতরে টিভি, ফ্রিজ, মোটরবাইক, এমনকি রয়েছে অটোরিকশাও।


আরও পড়ুন: Suvendu Adhikari : ‘ব্যাগ গুছিয়ে রাখুন', পুলিশের পাশাপাশি IAS IPS অফিসারদেরও হুঁশিয়ারি শুভেন্দুর


এমন পরিবারের কিনা নাম রয়েছে গরিবের আবাস যোজনা প্রকল্পে! যাঁর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, সেই বুলু কীর্তনীয়ার যদি দাবি, কীভাবে তালিকায় নাম উঠল জানা নেই তাঁর। এই ঘটনার রিপোর্ট বিডিও-কে জমা দেবেন ওসি। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে শুধুমাত্র বাগদা থানা এলাকাতেই পিএম আবাস যোজনায় ১০ জন অবৈধ প্রাপকের সন্ধান মিলেছে। 


এক দিন আগেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তেতে ওঠে বাঁকুড়া


এর আগে, শুক্রবারই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে বাঁকুড়ায় বিডিও অফিসে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। তাতে তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলে গেরুয়া শিবির। অকারণ রাজনীতি হচ্ছে বলে পাল্টা অভিযোগ শাসকদলের।


ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বিডিও-কে রীতিমতো হুঁশিয়ারি দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। 


বাঁকুড়া ১ নম্বর ব্লকের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের সত্যিই টাকা পাওয়ার কথা, তাঁদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এর প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির নেতৃত্বে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এর A জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এর পর বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দু’ পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। 


একই অভিযোগ সামনে আসে কোচবিহার থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ অর্থ পাক বঞ্চিতরা। সেই আবেদন করে নিজের নামে বরাদ্দ টাকা ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্ত্রী। ঘটনা ঘিরে কোচবিহারে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। উপপ্রধানের স্ত্রীর সততাকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।পঞ্চায়েত ভোটের আগে নাটক, বলে কটাক্ষ করেছে বিজেপি।