সমীরণ পাল, কামারহাটি: ২৭ ফেব্রুয়ারি পুরভোটের (Municipal Election) দিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটি (Kamarhati)। ভোটের ফল ঘোষণার পরও অশান্তি থামার লক্ষণ নেই সেখানে। এবার জয়ী সিপিএম (CPIM) প্রার্থীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন পরাজিত তৃণমূল (TMC) প্রার্থী।


৩৫ ওয়ার্ডের কামারহাটিতে ৩১টিতে জিতেছে তৃণমূল। নির্দল প্রার্থীরা জিতেছেন তিনটি ওয়ার্ডে এবং সিপিএমের দখলে রয়েছে একটি ওয়ার্ড।


একমাত্র যে ওয়ার্ডে জিতেছে সিপিএম, সেই পাঁচ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী মহম্মদ খালেকের অভিযোগ, তাঁকে খুনের হুমকি দিচ্ছেন জয়ী সিপিএম প্রার্থী। এমনকি নির্দলের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরাজিত তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, ‘জামাইকে, আমাকে খুন করে দেবে বলছে নির্দল আর সিপিএম প্রার্থী। নির্দল আর সিপিএম গটআপ করেছে। চিঠি লিখেছি, পিস্তল দেখিয়ে লাইন থেকে সরিয়ে ভোট লুঠ করেছে।’


আরও পড়ুন 'তৃণমূলের প্রশ্রয়ে উত্থান, ধরে রাখতে না পেরে হাস্যকর দাবি' সুকান্তকে নিশানা সুজনের


তৃণমূল নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন জয়ী সিপিএম প্রার্থী মহম্মদ আফজল খান। তাঁর দাবি, ‘এই জমানায় সিপিএম হুমকি দেবে তৃণমূলকে, এটা কেউ বিশ্বাস করবে না। উনি গুন্ডাবাহিনী নিয়ে জেতার চেষ্টা করেন। উনি ছাপ্পা মেরেছেন। ওঁর অভিযোগ মিথ্যা।’


ভোট মিটতে না মিটতেই খুনের হুমকি ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল-সিপিএম।


কামারহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল সাহার অভিযোগ, ‘সিপিএম প্রার্থী জেতার পর হুমকি দিচ্ছে। এটা ঠিক নয়। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।’


অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভায় এবার সবকটি ওয়ার্ডেই জিতেছে তৃণমূল। জয়ের কয়েকদিনের মধ্যে হালিশহরের কোণা মোড়ে ১৯ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে হল বোমাবাজি। ক্ষতিগ্রস্ত হয় গাড়িও। 


শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ আচমকা হামলা হয়। জয়ী তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই ছবি সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে।


বিরোধীশূন্য হালিশহরে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। 


রাতেই বোমার টুকরো উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।