সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুল চলাকালীন  স্কুলের সামনে মাঠে মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনাটি বারাসাত ২ নম্বর ব্লকের দাতপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পল্লী মঙ্গল হাইস্কুল চত্তরে।


স্থানীয় অভিভাবকরা দাবি করছেন, স্কুল চলাকালীন এভাবে গান বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি করা ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এটা না হলেই ভালো হতো। গোলাবাড়ি পল্লী মঙ্গল হাই স্কুলের শিক্ষক আমরা আমাদের স্কুলের ভিতর পঠন পাঠন ঠিক রেখেছি। স্কুলের সামনে মাঠে যে সরকারি  কর্মসূচি চলছে তার জবাব দেবে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত। আমাদের স্কুলের সব ঠিকঠাক চলছে।


অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখে কুলুপ এঁটেছেন। বারাসাত দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বলেন, স্কুলের মাঠে কোনওরকম দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে না। এটি গোলাবাড়ি পল্লীমঙ্গল উন্নয়ন সমিতির মাঠ। যারা অভিযোগ করছে সম্পন্ন ভিত্তিহীন। এদিকে প্রশাসনিক ভাবে বারাসাত দু নম্বর ব্লকের ভিডিও নিজে অনুমতি পত্র দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে গোলাবাড়ি পল্লীমঙ্গল হাইস্কুল মাঠ সরকার কর্মসূচি অনুষ্ঠিত হবে। তেমনি বিজ্ঞপ্তি তিনি স্কুলের প্রধান শিক্ষককে দিয়েছিলেন। 


কথাটা হচ্ছে নাচ এখানে কোনও নেগেটিভ অর্থ বহন করছে না। নৃত্যকলা, ভারতীয় সংষ্কৃতিরই অঙ্গ। তবে কোথায় কোনটা মানানসই, কিংবা কোন আবহে কোনটা ঠিক লাগে, বুঝে নেওয়ার এই প্যারামিটারেই প্রশ্ন উঠেছে।  রাজ্যে এর আগেও, বিশেষ অনুষ্ঠানে একাধিকবার উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবসে দিবসে হিন্দিগান আয়ো আয়ো জিলেলে চলেছে। এবং সেই গানে উদ্দাম নাচ করেছেন আলিপুরদুয়ারের শিক্ষকরা ! আজ্ঞে হ্যাঁ ২০২৪ সালে এমনই ঘটনার মুখোমুখী হয়েছিল রাজ্য। রাজ্যের শাসকদল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা কমিটির ফালাকাটা সার্কলের উদ্যোগেই হয়েছিল এই অনুষ্ঠান। 


আরও পড়ুন, ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? পরীক্ষার বিকল্প প্রস্তাব বিকাশের


সাল ২০২১। সেবারেও অভিযোগের কাঠগড়ায় ছিল তৃণমূল। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের রক্তদান শিবিরে হয়েছিল উদ্দাম নাচ ! যা ঘিরে প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। ভাইরাল ভিডিও ঘিরে শাসকদলকে কটাক্ষ করেছিল বিজেপি। যদিও সেসময় এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, 'কারোর দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে'।