উত্তর ২৪ পরগনা: সতীর্থ ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নাম না করে 'পাগল'-কটাক্ষর জবাব মদন মিত্রর (Madan Mitra)। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিলেন কামারহাটির বিধায়ক। উল্লেখ্য, সম্প্রতি ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্যের জেরে, মদনকে কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ মদন মিত্রের সম্পর্কে এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মদন মিত্রর পাল্টা মন্তব্য, 'আমরা দুই ভাই, আমি ছাগল হলে, উনিও তাই।' 


এদিন, সতীর্থ ফিরহাদ হাকিমকে নাম না করে পাগল-কটাক্ষর জবাব মদন মিত্রর। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিলেন কামারহাটির বিধায়ক। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান দেন মদন মিত্র। বলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের। 


ওদের সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, তা বলে দিচ্ছেন। বিধায়ক মদনবাবু ট্রিগারে কোথায় হাত রাখতে হবে, কাঁধে কোথায় বন্দুক রাখবে বলে দিচ্ছেন। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই। মদন মিত্রর বন্দুকের ট্রেনিং-মন্তব্যের প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।মদন মিত্রের অস্ত্র-প্রশিক্ষণ মন্তব্যের প্রতিবাদে টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য খারিজ করলেন ফিরহাদ হাকিম। পাল্টা উত্তর দিতে দেরি করেননি মদন মিত্রও! আর এসবের মধ্যে অস্ত্র উদ্ধার, বোমাবাজি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।


আরও পড়ুন, 'মমতা সেজে' পথ নাটিকা, অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের


‘অস্ত্র প্রশিক্ষণ’ নিয়ে মদন মিত্রের এই মন্তব্যের জেরে এবার শাসকদলের অন্দরেই শুরু হল টানাপোড়েন! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী। পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না মদন মিত্রও! পঞ্চায়েত ভোটের প্রাক্কালে, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে! যা নিয়ে লাগাতার তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে ! এই প্রেক্ষাপটে অস্ত্র উদ্ধার নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মদন মিত্র। পাল্টা মদন মিত্র বলেন, আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম। ববি স্পোর্টস মিনিস্টার নয়। ববিকে বলি, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া বেআইনি নয়। আমি প্রয়োগ করার কথা বলিনি। আমি বলেছি. অস্ত্র শেখাবার লোক আছে। আছেই তো, কত এক্স মিলিটারি। ববি জানেই না, অস্ত্র শেখাবার কত স্কুল আছে। আপনি যেমন বিধায়ক, আমিও বিধায়ক। আপনিও নির্বাচিত, আমিও নির্বাচিত। থ্যাঙ্ক ইউ ববি।'