সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'বালু মল্লিক (Jyotipriya Mallick) উত্তর ২৪ পরগনাটা শেষ করছে দিদি। দয়া করে আপনি নজর দিন', তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) লাইভ অনুষ্ঠান সম্প্রচারের সময়, ফেসবুকে এই মন্তব্য করে দলেই সমালোচনার মুখে পড়লেন এক তৃণমূল কর্মী (TMC)। তাঁর বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার (North 24 parganas News) হাবড়া থানায় অভিযোগও দায়ের করেছেন আর এক তৃণমূল কর্মী। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।


ফেসবুকে মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে তৃণমূল কর্মী


সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান সম্প্রচারের সময় ফেসবুকে, উত্তর ২৪ পরগনার প্রাক্তন তৃণমূল সভাপতি এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে মন্তব্য করেন সিন্টু ভট্টাচার্য। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। 


মন্ত্রীর নামে মন্তব্য করায়, তাঁর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন তন্ময় রায় নামে আর এক তৃণমূল কর্মী। অভিযুক্তের খোঁজ করতে তাঁর বাড়িতেও যায় পুলিশ। যদিও সেইসময় বাড়িতে ছিলেন না তিনি। অভিযুক্ত তৃণমূল কর্মীর ভাই গৌতম ভট্টাচার্য বলেন, "দাদা একটি কমেন্ট করেছিল। সেই কারণে পুলিশ বাড়িতে এসে বাজে ব্যবহার করছে।"


আরও পড়ুন: Bhadu Sheikh Murder: ভাদু খুনে দুই নাবালিককে জামিন কেন, বিরোধিতা করে আদালতে CBI


বিষয়টি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে অভিযুক্তের রাজনৈতিক অবস্থান নিয়েই দ্বিমত রয়েছে তৃণমূলের অন্দরে। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক। তার প্রসঙ্গে ফেসবুকে বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দলের তাকে প্রশ্রয় দেব না।" 


তৃণমূল কর্মীর মন্তব্যে বনমন্ত্রীকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা


বনগাঁ পুরসভার প্রাক্তন চোরম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য বলেন, "২০২১-এ ও বিজেপির হয়ে ভোট চেয়েছিল"। বিজেপি অবশ্য এই দাবি উড়িয়ে দিয়ে, পাল্টা তৃণমূলের কোন্দলের অভিযোগ তুলে কটাক্ষ করেছে। তাদের বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "একজন তৃণমূল কংগ্রেসের বনমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় তৃণমূল কংগ্রেসের কর্মী এই অবস্থা তাহলে ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা।" তাতেই বনমন্ত্রীকে নিয়ে তৃণমূল কর্মীর মন্তব্য অন্য মাত্রা পাচ্ছে।