সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাতসকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক দুষকৃতী। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন দুষ্কৃতী ইছাপুরের মায়া পল্লিতে এসে গুলি চালায়। জখম দুষ্কৃতীর হাতে ও পিঠে গুলি লাগে। তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে গুলি, খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ।


এবার উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ রবীন দাস ওরফে ডন নামে এক দুষ্কৃতী। যদিও উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ বসুর দাবি, গুলিবিদ্ধ ডন তাঁদের দলের কর্মী। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কী কারণে এই হামলা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিপি।


গতমাসেই বনগাঁ, ব্যারাকপুর, দত্তপুকুরে গুলি চলেছিল। এবার গুলি চলার ঘটনা ঘটল ইছাপুরে। অর্থাৎ বারবার শ্যুটআউটের ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ইছাপুর মায়াপল্লিতে ফুলের দোকান থেকে ফুল কিনছিল ওই দুষ্কৃতী। সেই সময় হেঁটে আসে ৩ দুষ্কৃতী। পিছন থেকে গুলি করে ডনকে। তারপর তারা দৌড়ে পালিয়ে যায়। সাতসকালে ব্যস্ত এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ব্যারকপুর কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া।


পুলিশ সূত্রে খবর, ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়। আক্রান্তের হাতে ও পিঠে গুলি লাগে। তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্য়ে আক্রান্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ বসুর দাবি, গুলিবিদ্ধ তাঁদের দলের কর্মী। গত এক মাসে উত্তর ২৪ পরগনায় একাধিক শ্যুটআউটের ঘটনা ঘটেছে। গত ৭ জুলাই, পঞ্চায়েত ভোটের আগের দিন বনগাঁর বিলের মাঠ এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে! মৃত্যু হয় এক ব্যবসায়ীর, আহত হন অপরজন। পঞ্চায়েত ভোটের দিন ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা এলাকায় নির্দল প্রার্থীকে মারধর ও প্রকাশ্যে গুলি চলে। আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। গত ১২ জুলাই রাতে বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী সুশীল সর্দারের নির্বাচনী এজেন্ট শান্তনু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল।


২৯ জুলাই গুলি চলে দত্তপুকুরে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় কদম্বগাছিতে চলন্ত বাইক থেকে চলে গুলি। গুলিবিদ্ধ হন ২ যুবক। 


আরও পড়ুন: কান্দির সঙ্গে জুড়ল বহরমপুর, দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু, নবান্ন থেকে উদ্বোধন করলেন মমতা