সমীরণ পাল, অশোকনগর: তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাঁদের প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর কল্যাণগড় পুরসভা (Ashoknagar Kalyangarh Municipality)।


সূত্রের খবর, পুর নির্বাচনে টিকিট না পেয়ে কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মী যোগাযোগ করেন কংগ্রেসের সঙ্গে। অশোকনগর কল্যাণগড় পুর নির্বাচনে তাঁদের প্রার্থী করেছে কংগ্রেস। তার পর থেকে সেই প্রার্থীদের এবং তাঁদের অনুগামী-সমর্থকদের হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের। কখনও দুষ্কৃতীদের দিয়ে, কখনও আবার পুলিশকে দিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের। প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সামনেই নির্বাচন, তার আগে পুরোদমে প্রচার শুরু করেছে কংগ্রেস। রাতের অন্ধকারে তাদের প্রার্থীদের ফ্লেক্স,ব্যানার নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের।


এই অভিযোগ শুনে সোমবার রাতেই অশোকনগরে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। অশোকনগর থানায় যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন অশোকনগরের কংগ্রেস ব্লক সভাপতি বিভাস ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা মনীশ বন্দ্যোপাধ্যায়। ওসির সঙ্গে দেখা করতে থানায় গেলেও, তখন কাজের জন্য থানায় ছিলেন না ওসি। থানার অন্য পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন প্রদীপ ভট্টাচার্য। বর্ষীয়ান কংগ্রেস নেতার কাছে সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রদীপ ভট্টচার্য। 
আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই দলের নির্দেশ মেনে ভোটের লড়াই থেকে সরলেন নির্দল প্রার্থী


যদিও কংগ্রেসের সব অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। সব অভিযোগই অসত্য ও মিথ্যা বলে দাবি অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা প্রবোধ সরকারের। তাঁর কটাক্ষ, 'কংগ্রেসের কোনও গ্রহণযোগ্যতা নেই। ওদের নিজেদের কোনও প্রার্থী নেই। সকালে যাঁরা তৃণমূল ছিলেন, তাঁরাই কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে পড়েছেন।'


২০১১ সালের পর থেকে উত্তর ২৪ পরগনায় বরাবরই ভাল ফল করে এসেছে তৃণমূল। লোকসভা ভোটে বিজেপি কিছুটা জমি পেলেও। একুশের বিধানসভা ভোটে ঘাসফুল শিবির কার্যত একচেটিয়া ভাবে জিতেছে ওই এলাকায়। তাই আসন্ন পুরভোটেও জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস শিবির।