North 24 Parganas: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রামেরই দুই যুবক
North 24 Parganas News: বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে, যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যাঙ্ক থেকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণের অভিযোগ (North 24 Parganas) গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঘটনায় এখনও বেপাত্তা অভিযুক্তরা।
যুবতীকে গণধর্ষণের অভিযোগ: বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে, যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকার এই ঘটনায়, এখনও পর্যন্ত গ্রেফতার হননি কেউ। পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে, ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন বিধবা ওই যুবতী। কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে, দেখা হয় গ্রামেরই এক যুবকের সঙ্গে। গাড়িতে করে, বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত ওই যুবক। এরপর, রাস্তা থেকে ওই গাড়িতে ওঠেন আরও একজন। বাড়ির রাস্তার বদলে, অন্য রাস্তায় গাড়ি চলতে থাকলে সন্দেহ জাগে। বিপদ বুঝে চিৎকার শুরু করেন যুবতী। নির্যাতিতার মায়ের অভিযোগ, "টাকা তুলতে গিয়েছিল অনলাইনে। টাকা তুলতে গিয়ে, দুটো ছেলে, ওরা আগের থেকে ঠিক করে রেখেছিল। এরকম ওরা ওকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর আমরা একজনের থেকে জানতে পারি, জানতে পেরে গিয়েছি। আমরা ওর শাস্তি চাই।''
ভয় দেখিয়ে, মারধর করে, একটি রিসর্টে নিয়ে যাওয়া হয় ওই যুবতীকে। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। তার ভিডিও রেকর্ড করে রাখা হয় বলেও অভিযোগ। রাতে, রিসর্টের পাশেই, নির্যাতিতাকে ছেড়ে পালায় অভিযুক্তরা। তাঁকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পথ চলতি মানুষ। নির্যাতিতার অভিযোগ, "যখন আমাকে অন্য রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, তখন আমি বলছি এই নামব। তখন বলছে, আমাদের ইচ্ছায় উঠেছি, আমাদের ইচ্ছায় নামাব।''






















