সন্দীপ সরকার, কলকাতা: ফের বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ (Corona Positive Cases)। দেশের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের পরিসংখ্যানও। আর সেই আবহেই হাসপাতালে ভর্তি নিয়ে নতুন নির্দেশিকা (New Regulation) জারি করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College)।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নতুন নোটিস
‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের তরফে নোটিস জারি করা হল। ‘নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া হাসপাতালে এলেই ভর্তি নয়’, রোগীর চাপ বাড়ার কারণ দেখিয়ে বিজ্ঞপ্তি জারি উত্তরবঙ্গ মেডিক্যালের।
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২ দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কো-মর্বিডিটি থাকলে ভর্তি করা হবে। অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে হাসপাতালে ভর্তি নেওয়া হবে। করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে এমনটাই জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।
যাঁরাই করোনা নিয়ে হাসপাতালে আসছেন, মৃদু উপসর্গ থাকলেও তাঁদের ভর্তি করে নিলে, হাসপাতালের পরিকাঠামোর উপরে একটা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে। যাঁদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়তো নেই, তাঁদের তাই ভর্তি করা হবে না। এই কারণে কোভিড আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
রাজ্যের করোনা গ্রাফ
অন্যদিকে চতুর্থ ঢেউ (Fourth Wave) নিয়ে উদ্বেগের মধ্যে, রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ (Daily Case)। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ১৩২। গতকাল এই সংখ্যাটা ছিল ১ হাজার ৮২২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। গতকাল মৃত্যু হয় ৩ জনের। তবে গত ২৪ ঘণ্টার হিসেবে রাজ্যে বেড়েছে পজিটিভিটি রেট। একদিনে পজিটিভিটি রেট ১৫.১২ শতাংশ।
আরও পড়ুন: PAC Chairman: দলত্যাগ-বিরোধী আইনে বকেয়া শুনানি, পিএসি-র নয়া চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার ফোর্থ ওয়েভ। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। এই পরিস্থিতিতে রাজ্যে একদিনে সামান্য কমেছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২২৫। রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৭ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪৭৮ জনের।