দার্জিলিং : উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি (Rain) ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৭%বাতাস: 5 কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৩ %বাতাস: 3 কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৭%বাতাস: 5 কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: 41%বাতাস: 8 কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: 50%বাতাস: 10 কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: 55%বাতাস: 3 কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: 55%বাতাস: 3 কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: 56%বাতাস: 11 কিমি/ঘণ্টা
আবহাওয়ার আপডেট:
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও! বছর শেষে আরও কিছুটা চড়ল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর আর পড়বে না শীত। বর্ষবরণের রাতেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে রাজ্য। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে, ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার বাড়ছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্বাভাসে সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।