কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা এবং পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশনের দাবিতে সম্প্রতি পথে নেমেছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। 


এই প্রেক্ষাপটে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 


স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে। 


রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন করে চলেছে বাম ছাত্র সংগঠন। কখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। আবার কখনও একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু করে তারা।


প্রসঙ্গত, গতমাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনা পরিস্থিতি ঠিক থাকলে, উৎসবের মরসুমের পরই, খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। 


এসএফআই নেতৃত্বের দাবি, অবিলম্বে স্কুল-কলেজ খুলে ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করতে হবে। করোনা সতর্কতায় দূরত্ব বিধি বজায় রাখতে দরকারে ক্লাসরুমের বাইরে মাঠে বা লনে ক্লাসের ব্যবস্থা করা হোক। 


সপ্তাহে অন্তত দুদিন করে ক্লাস হোক স্কুল, কলেজগুলিতে। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তাঁদের টিকাকরণ করা হোক। 


মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে, তবেই পুজোর পর স্কুল খুলবে। তিনি বলেছিলেন, বেঙ্গলে তো পরিস্থিতি আপাতত ঠিক আছে। থার্ড ওয়েভ আসলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেল্ফ। প্রত্যেক স্টেট ফেস করছে। মহারাষ্ট্র, কেরলে বাড়ছে। আমাদের এখানে তো পুজোর সময় এমনিতেই ভ্যাকেসন থাকে। পুজো, দিওয়ালির পরই স্কুল খোলা হবে।


আরও পড়ুন: রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এখনও অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা


আরও পড়ুন: অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে আন্দোলনে এসএফআই


Education Loan Information:

Calculate Education Loan EMI