সুদীপ চক্রবর্তী, ইটাহার (উত্তর দিনাজপুর): মাত্র কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ (CCTV footage)। তাতেই গা শিউরে ওঠার জোগাড়। ফাঁকা রাস্তা ধরে দূর থেকে এগিয়ে আসছিল মোটরবাইক (Motorbike Accident)। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে ডিভাইডারে। মুহূর্তের মধ্যে যাত্রী সমেত উল্টে গেল বাইক। রাস্তায় ছিটকে পড়লেন আরোহী। সোমবার বিকেলে এমনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ব্যক্তির।


মোটরবাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার (Road Accident) জেরে মৃত্যু হল এক ব্যাক্তির। সোমবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় পেট্রোল পাম্প এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মালদার দিক থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় মারনাই মোড় পেট্রোল পাম্পের সামনে এই ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পের সামনের কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। এরপর সেটি জাতীয় সড়কের ধারে ছিটকে পড়ে। সেই সঙ্গে আরোহীও ছিটকে পড়েন রাস্তায়। ঘটনার জেরে মোটরবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়।


ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও  হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি ইটাহার থানায় নিয়ে এসেছে পুলিশ। মৃত ব্যাক্তির ব্যাগে থাকা নথিপত্র থেকে জানা গেছে ওই আরোহীর নাম স্বপন কুমার বিশ্বাস। বয়স ৬১। তাঁর বাড়ি নদিয়া জেলার চাকদা থানার পূর্ব বিষ্ণুপুর এলাকায়।


 






আরও পড়ুন: Swasthya Sathi: স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে দুর্নীতি, হাজার হাজার টাকা তোলার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে


মৃত ব্যক্তি বিএসএনএল অফিসের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তাঁর ঠিকানা জানতে পেরে ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন চাকদার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন।মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত স্বপন কুমার বিশ্বাস চাকদা থেকে মোটর বাইক নিয়ে জলপাইগুড়িতে মেয়ের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা রায়গঞ্জ জেলা হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা যায়।