কলকাতা: বিতর্কের পরেও চোপড়ায় (Chopra Incident) সালিশিকাণ্ডে নিজের বক্তব্যে অনড় স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। ওই ঘটনায় কার্যত অভিযুক্ত তৃণমূলকর্মীর পাশে দাঁড়িয়েই বক্তব্য রেখেছিলেন বিধায়ক। ওই মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শোকজের পরেও নিজের বক্তব্যে অনড়ই থাকলেন চোপড়ার তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন, 'মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন করিনি, মহিলা অন্যায় করেছেন, সেটা নিয়ে বলেছি।'


এর আগে কী বলেছিলেন চোপড়ার বিধায়ক?
ওই ঘটনার পরেই চোপড়ার (Chopra MLA) বিধায়ক হামিদুর রহমান বলেছিলেন, 'অন্য়ায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী, নিজের ছেলে-মেয়ে বাদ দিয়ে, ও দুশ্চরিত্রবান হয়েছে।' তাঁর আরও দাবি ছিল, গ্রামবাসীরা উত্তেজিত হয়ে গিয়েছিল বলে মেয়েটাকে বাঁচানোর জন্য ওই কাজ করেছিল অভিযুক্ত 'জেসিবি'। এই বক্তব্যের পরেই সমালোচনার ঝড় বয়ে যায়, তারপরেও এদিন দেখা গেল নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি।


আগের থেকে নরম সুর অবশ্যই, কিন্তু মূল বক্তব্যের থেকে সরেননি হামিদুর। এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। দল থেকে শোকজ করা হয়েছে, তারপরে জেসিবির শাস্তির কথা বললেন বিধায়ক- কিন্তু সরলেন না মহিলার অন্যায়ের বক্তব্য থেকে। গণপিটুনি দেওয়া অন্যায় বলে মানলেও মহিলা অন্যায় করেছেন সেই কথাও জোর দিয়েই বললেন তিনি।


চোপড়ার কাণ্ড নিয়ে দিল্লি থেকে সরব হয়েছিল বিজেপি। শুধু তাই নয়, লোকসভাও উত্তাল হয়েছে এই ইস্যুতে। বুধবারই রাজ্যসভায় নাম না করে চোপড়ার প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, 'মহিলাদের ওপর অত্যাচারের বিভিন্ন ঘটনা নিয়ে বিরোধীরা যে বেছে বেছে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটা খুব চিন্তাজনক। সভাপতি মহাশয়, আপনার মাধ্যমে দেশকে বলতে চাই, আমি কোনও রাজ্যের বিরুদ্ধে কিছু বলছি না। কোনও রাজনৈতিক স্কোর করার জন্যও বলছি না। কিন্তু কিছুদিন আগে আমি বাংলার কিছু ভিডিও সামাজ মাধ্যমে দেখেছি। এক মহিলাকে সেখানে রাস্তার ওপর সবার সামনে মারধর করা হচ্ছিল। বোন চিৎকার করছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছে না। সবাই ভিডিও রেকর্ড করতে ব্যস্ত।'


উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশি সভায় মারধরের ঘটনায় আমিরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়ার নাককাটি এলাকার বাসিন্দা ওই ব্যক্তি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে?