ইসলামপুর : "অনেক আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। যাত্রা করে বা পদযাত্রা করে ক্ষমতায় আসেনি। আশীর্বাদ যাত্রা বা যাত্রা করে ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। আন্দোলন করে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে কেউ সরাতে পারবে না।" ইসলামপুরে (Islampur) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভামঞ্চ থেকে মন্তব্য উত্তর দিনাজপুরের (North Dinajpur) তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।
কালিয়াগঞ্জে (Kaligang) জোড়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন। করণদিঘিতে থাকবেন অভিষেক। চোপড়া, ইসলামপুর (Islampur), চাকুলিয়া ও করণদিঘি- এই চারটি বিধানসভায় আজ তাঁর কর্মসূচি রয়েছে। জনসভার পাশাপাশি, করণদিঘিতে (Karandighi) গণভোটের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন ; অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি, দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়কের
এরই মাঝে গোয়ালপোখরে কানকি ধাম মন্দিরে পুজো দেবেন অভিষেক। ইতিমধ্যেই চোপড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন অভিষেক। এর পর ইসলামপুর যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু, সেই সভায় আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল করিম চৌধুরী। তাঁর অভিযোগও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে।
তিনি বলেছেন, "এই মিটিংয়ে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি (TMC President)। বা যাঁরা আয়োজক তাঁরা। অভিষেকের অফিস থেকে একজন ফোন করে বলেছিলেন। বলেছিলেন, এরকম প্রোগ্রাম আছে। আপনাকে যেতে হবে। কিন্তু, আজ আমি দুই মাস ধরে 'বিদ্রোহী' এমএলএ হিসাবে নিজেকে ঘোষণা করেছি। তৃণমূলের এখানকার সভাপতি আমার বিরোধী বলে ওঁকে এখানে যোগ করে দিয়েছেন। আমি বলেছিলাম, সন্ত্রাসবাদী নেতাকে আমার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আমি চাই না। ব্লকটা আমার বিরোধী লোকের হাতে আছে। সন্ত্রাস করিয়ে এলাকাকে নিজের কব্জায় রাখতে চাইছেন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের সভার জন্য তাঁর অফিসের একজন পিওনকে দিয়ে আমাকে জানানো হয়েছে। এখানকার জেলার নেতারা কেউ জানানি।"
আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?