সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পুজোর প্রসাদ খেয়েছিলেন সকলেই। তার পর থেকেই রায়গঞ্জে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। বেশ কয়েক জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। তবে সকলেই সঙ্কটমুক্ত, বিপজ্জনক অবস্থা নয় কারও, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
কালীপুজোর প্রসাদ খাওয়ার পরই একে একে অসুস্থ হয়ে পড়েন সকলে!
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাশিবাটি এলাকার ঘটনা। পুজোর প্রসাদ খেয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েছেন মহিলা-শিশু মিলিয়ে প্রায় ২৫ জন। তাঁরা সকলেই গ্রামের এক বাসিন্দার বাড়িতে কালীপুজোর প্রসাদ খেয়েছিলেন বলে জানা গিয়েছে। তার পর থেকেই একে একে সকলে অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Sougata Roy: ‘পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়’ চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের কাশিবাটি গ্রামেরই বাসিন্দা অজয় দাস। মঙ্গলবার তাঁর বাড়িতে কালীপুজোর প্রসাদ খাওয়ানো হয়। সকাল থেকে সারাদিন চলে প্রসাদ খাওয়ানো। গ্রামের লোকজন সেখানে প্রসাদ খেতে গিয়েছিলেন। কিন্তু প্রসাদ খেয়ে ফেরার পর মঙ্গলবার বিকেল থেকেই একে একে অনেকে অসুস্থ হতে শুরু করেন।
স্থানীয়রা জানিয়েছেন, অসুস্থ সকলের মধ্যে পেট ব্যথা, বমির মতো নানা উপসর্গ দেখা যায়। শিশু থেকে বড়, সকলের মধ্যে দেখা যায় এমন উপসর্গ। এর পর একে একে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে শুরু করেন সকলে। মঙ্গলবার রাত পর্যন্ত সব মিলিয়ে মহিলা এবং শিশু মিলিয়ে ২৫ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি অসুস্থরা
স্থানীয়রা জানিয়েছেন, অসুস্থ সকলে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজ সুত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীনরা বর্তমানে সুস্থ আছেন। এখনও পর্যন্ত কারও অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসকদের মতে, প্রসাদ খাওয়ার পরই এমন অবস্থা যেখানে, আরও সচেতন হওয়া উচিত ছিল সকলের।
পাটুলিতে অব্যাহত দুষ্কৃতীদের দৌরাত্ম্য
এ দিকে, দক্ষিণ কলকাতার পাটুলিতে (Patuli News) ফের দুষ্কৃতীদের তাণ্ডব। বাড়ির সামনে মদ্যপান করায় প্রতিবাদ জানিয়েছিলেন এক দম্পতি। তাতে ওই দম্পতিকেই মারধর করা হল বলে অভিযোগ। মারধরের জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছেন গৃহকর্তা। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই নিয়ে। এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ (Patuli Police Station)।