সুকান্ত মুখোপাধ্যায়, মানিকতলা: পুজো উপলক্ষে রাত পর্যন্ত ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মানিকতলা (Maniktala)। পুলিশ সূত্রে খবর, একদল তারস্বরে ডিজে বাজানোয় অন্যদল প্রতিবাদ করে। এই নিয়ে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি, সংঘর্ষ। উল্টোডাঙা (Ultadanga Main Road) মেন রোডে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে মানিকতলা থানার পুলিশ দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করে।
থানার বাইরে পুলিশের সঙ্গে বচসা। পাল্টা পুলিশের বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগ। বৃহস্পতিবার রাত। পুজো উপলক্ষে ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলার তেলেঙ্গাবাগান (Telengabangan)।
যাঁরা ডিজে বাজাচ্ছিলেন তাঁদের দাবি, অন্যপক্ষ আপত্তি জানানোয় ডিজে বন্ধ করে দেন তাঁরা। অভিযোগ, এরপরই স্থানীয় তৃণমূল নেতা বান্টি পালের দলবল এসে তাঁদের মারধর করে। তাঁদের দাবি, মানিকতলা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি, আহতদেরই গ্রেফতার করে নেয় পুলিশ।
আরও পড়ুন: Governor On Education System: "রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে রাতে ঘুম আসে না,'' তোপ রাজ্যপালের
আরও পড়ুন: West Midnapore News: তালা বন্ধ ক্লাসরুম, বারান্দায় বসে পরীক্ষা ক্ষুদে পড়ুয়াদের
আহতের আত্মীয় জানিয়েছেন, আমাদের বাড়ির লোককে মেরেছে। আমরা অভিযোগ জানাতে গিয়েছিলাম। তখন আমাদেরই লোককে গ্রেফতার করেছে। পুলিশ আমাদের কুকুর বলেছে। আমরাও তৃণমূল করি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
স্থানীয় তৃণমূল কাউন্সিলরের আশ্বাস দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, যেই করুক পুলিশ ব্যবস্থা নিক। বান্টি পাল এসব করে। যে মদ বিক্রি করে সেও তৃণমূল করে। এই জন্যই কাউন্সিলর গুলি খাচ্ছে। যেই দোষী হোক, যে দলের হোক পুলিশ শাস্তি দিক।
পুলিশ সূত্রে দাবি কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি। এই ঘটনায় দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।