কলকাতা: বিকেলেই নামল আঁধার, কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে (South Bengal) শুরু হল প্রবল বৃষ্টি। কালবৈশাখীর (northwester) তাণ্ডব চলছে রাজ্যের একাধিক জেলায়।


শহর জুড়ে মুষলধারে বৃষ্টি, জেলা ঢাকল মেঘে


কলকাতা-সহ শহরের আশপাশের বিভিন্ন জেলায় চলছে কালবৈশাখীর তাণ্ডব। ভেঙে পড়ল গাছ। কলকাতা-সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর থেকে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা দেওয়া হয়েছে।


ঝোড়ো আবহাওয়ার দাপুটে তাণ্ডব


জেলায় জেলায় শুরু প্রবল বৃষ্টি। বর্ধমানে (Bardhaman) ঝড়ে ভেঙে পড়ল গাছ। তাতে চাপা পড়ে মৃত্যু হল কিশোরের। একইসঙ্গে আহত দুই জন। অন্যদিকে আলিপুরেও (Alipore) ঝড়ে ভেঙে পড়ল গাছ। ডাফরিন রোডে গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গেল ট্রাফিক সার্জেন্টের (Traffic Sergent) বাইক। অন্য়দিকে প্রবল বৃষ্টিতে ব্যাহত মেট্রো চলাচলও (Metro facility)। সাময়িকভাবে বন্ধ করা হল টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা।


কালবৈশাখীর দাপটে এএফসি কাপে বিঘ্ন। এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচ আপাতত বন্ধ। ভাঙল যুব ভারতী প্রেস ক্লাবের একাংশ। 


আরও পড়ুন: Weather Update: কলকাতাসহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি


আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আলাদা করে ঝড়র সম্ভাবনা ছিল না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ছিল।


আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।