কলকাতা : পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা ( Nupur Sharma ) । কলকাতা পুলিশ ( Kolkata Police ) সূত্রে খবর, প্রাণসংশয়ের কথা জানিয়ে সময় চেয়েছেন নূপুর।
কলকাতা পুলিশ সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সময় দিতে নারাজ। আর্জি খারিজ করে দ্রুত হাজিরার জন্য নূপুর শর্মাকে ইমেল করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার নামে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।
আরও খবর :
কালী নিয়ে মহুয়া-মন্তব্যে তুঙ্গে বিতর্ক, দায় নিল না তৃণমূল
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য
এর আগে , গত ২৭ মে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি থেকে বর্তমানে সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ায়। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে নূপুর শৰ্মার বিরুদ্ধে মামলা করে বিভিন্ন পক্ষ। কলকাতায় আমহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙা থানায় দু’টি অভিযোগ জমা পড়ে। যার প্রেক্ষিতে নূপুর শর্মাকে তলব করে পুলিশ। যদিও হাজিরা দেননি তিনি। বরং বিভিন্ন রাজ্যে রুজু হওয়া মামলা দিল্লিতে স্থানান্তরের দাবিতে সুপ্রিম কোর্টে যান নূপুর শর্মা। তাঁর আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর পরদিনই, নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে চূড়ান্ত ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলা একত্রে দিল্লিতে স্থানান্তরের জন্য আর্জি জানান নূপুর। সেই আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চ মন্তব্য করে, অবিবেচকের মতো মন্তব্যের জেরেই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। উদয়পুরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাও আপনার মন্তব্যেরই পরিণাম!