কলকাতা : তিনি বসিরহাটের সাংসদ। তাঁর সংসদীয় এলাকাতেই সন্দেশখালি, যা এখন কার্যত অশান্তির এপিসেন্টার। সেখান থেকে উঠে আসছে নারী নির্যাতনের অভিযোগ। সন্দেশখালিতে এখনও জ্বলছে ক্ষোভের আগুন। কিন্তু এসব দিনে এতদিন একটিও শব্দ খরচ করেননি তিনি। তাঁর নীরবতা ঘিরে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কোথায় বসিরহাটের সাংসদ ? কোথায় নুসরত জাহান? তিনি রাজ্যেই আছেন, আছেন সোশ্যাল মিডিয়ায়। বলা ভাল প্রবলভাবেই আছেন। ভ্যালেন্টাইনস সপ্তাহ জুড়ে নজর কেড়েছে তাঁর প্রেমঘন পোস্ট ও রিল। কিন্তু সন্দেশখালি নিয়ে বহুদিন কোনও কথাই বলেননি তিনি। 


নুসরতের বার্তা


অবশেষে খুললেন মুখ। দিয়েছেন বিশেষ বার্তা। বলেছেন, 'এই সঙ্কটময় সময়ে, আসুন আমরা অন্যকে  উস্কানি দেওয়া থেকে বিরত থাকি এবং পরিবর্তে প্রশাসনকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হই। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। পরিস্থিতি নিয়ে রাজনীতি করা এড়িয়ে চলুন, এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ ।  আমার ভূমিকা হল আগুন নিভিয়ে ফেলা, আগুনে ঘি ঢালা নয় । আসুন প্রশাসনকে সহযোগিতা করি এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ দিই।' 


সন্দেশখালির অগ্নিগর্ভ পরিস্থিতিতে নুসরতের আশ্চর্য নীরবতা ঘিরে উঠেছিল প্রশ্ন। সোমবার তো তাঁর নাম না করেই কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনো বিবৃতি নেই। কোনো কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।'  


ইদানীং সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে নুসরতকে। তবে নিজের সংসদীয় এলাকা নিয়ে কেন তাঁর বার্তা নেই, প্রশ্ন উঠেছিল। কার্যত এই বার্তা দিয়ে সমালোচনা থামানোর চেষ্টা করলেন তিনি। 

মিমির পদত্যাগ


এরই মধ্যে নুসরত-ঘনিষ্ঠ আরেক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি পদক্ষেপ ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। ভাঙড়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। পদত্যাগ করেছেন শক্তিমন্ত্রক এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির মন্ত্রকের উপদেষ্টা কমটি থেকেও।
ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।  মিমির প্রতিক্রিয়া এখনও মেলেনি।  


আরও পড়ুন :


হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন