অনির্বাণ বাগচী ও অর্ণব মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: রাস্তা তৈরিতে কাটমানি (Cutmoney) নিয়ে, এবার প্রকাশ্যে সরব, এক পুলিশ অফিসার! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতেও!
২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল (TMC) নেতারা। এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি (Cutmoney) নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হলেন এক পুলিশকর্তা।
রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও!
বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেন, ৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে। ১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪। আগের OC’দের কত দিত? ৫%, হল ৬৯। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%. ৬৯। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় আপনার সাহোড়া অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে, আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি। পেটের খিদে বন্ধ হয়ে যাবে।
কালীপুজো (Kali Puja 2022) উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। সেখানেই এনিয়ে সরব হন তিনি। সন্দীপ সেন আরও বলেন, কাজ বুঝে নেবেন। আপনার সাহোড়া অঞ্চলের কনট্রাক্টর সাহোড়া অঞ্চলে কাজ করবে। বড়ঞা (১)’এর কনট্রাক্টর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাক্টর, আপন আপন এলাকায় দম থাকলে, ওখানে করবে। কারা আছে, কারা ভাল-মন্দ আমি বলে দিয়েছি, যে একটা রিকনস্ট্রাকশনাল কমিটি হবে... ভাল ভাল ছেলে... তুমি খাও না, তুমি ১%-২% খাও। যেটা করছ, সেটা প্রকৃত করো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে, প্রকৃত উন্নয়ন, প্রকৃত ডেভলপমেন্ট হোক, এই ডেভলপমেন্টটা হোক।
কাটমানি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের (TMC) শীর্ষনেতৃত্ব। তারপরও কি থামেনি কাটমানি-কালচার? খোদ ওসি’র বক্তব্য উস্কে দিয়েছে সেই জল্পনা।
আরও পড়ুন: Dengue Death: ডেঙ্গি ধরা পড়ায় তড়িঘড়ি প্রসব, ৪৮ ঘণ্টা পরেই মৃত্যু তরুণীর