পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যুরহস্য এখনও সমাধান হয়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ। পল্লবী দের মৃত্যুকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty)। তার বিরুদ্ধে অভিনেত্রীকে খুন, আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন পল্লবীর পরিবার। আজ সাগ্নিক চক্রবর্তীর আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে। কিন্তু সমস্ত প্রকার সওয়াল জবাব শোনার পর সাগ্নিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।


জামিনের আবেদন খারিজ সাগ্নিক চক্রবর্তীর-


এদিন পল্লবী দে মৃত্যুরহস্যে অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তীর আইনজীবী আদালতে তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। আদালতে তাঁর বক্তব্য ছিল, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পল্লবী আত্মহত্যা করেছেন। রুপোলি পর্দার জগতে নানাপ্রকার অবসাদ কাজ করে। পল্লবী দে-ও অবসাদে আক্রান্ত ছিল। সেই অবসাদ থেকেও আত্মহত্যা করেছেন তিনি। যে যে ধারায় তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, সেগুলো একেবারেই সঠিক নয়। তাই তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক বলে তিনি মহামান্য আদালতের কাছে আবেদন করেন। পাশাপাশি এই ঘটনায় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকাণ্ডের কথাও উল্লেখ করেন তিনি। আদালতে তাঁর বক্তব্য ছিল, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দেখা যায় অভিনেতা আত্মহত্যা করেছেন। তাই গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যান অনেকে।


আরও পড়ুন - Bidisha Death: মৃত্যুর আগের রাতে বান্ধবীকে কী মেসেজ করেছিলেন বিদিশা?


অন্যদিকে, পল্লবী দে মৃত্যুকাণ্ডে সরকারি আইনজীবীর এদিন আদালতে জানান যে, পল্লবী এবং সাগ্নিকের মধ্যে কোটি টাকার লেনদেন হয়েছে। তাঁদের ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রতারণামবলক লেনদেনও সামনে আসছে। বেশ কিছু নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পল্লবী দে-র লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী জামিন খারিজের আবেদন জানান অভিনেত্রীর পরিবারের আইনজীবী। তাঁর এদিন বক্তব্য ছিল, পল্লবী যে টাকা রোজগার করতেন, তা হাতিয়ে নিয়েছে সাগ্নিক। এরইসঙ্গে টাকা হাতিয়ে অভিনেত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি আদালতে জানান। আইনজীবীদের সমস্ত সওয়াল জবাব শোনার পর এদিন আদালত সাগ্নিক চক্রবর্তীকে আগামী ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।