রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে কাটছে বাহিনী (Central Election) জট। ভিন রাজ্যে থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে (State Election Commisssion) পাঠানো হল চিঠি। 


পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে চিঠির পাল্টা চিঠি তরজা চলছেই। রাজ্য নির্বাচন কমিশনের উপর এবার পাল্টা চাপ বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি কেন্দ্রীয় বাহিনীর আসা ঘিরে ধোঁয়াশা আরও বেড়েছিল। 


সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কি এবার পত্র-যুদ্ধ শুরু হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের? ৩১৫ কোম্পানি বাহিনী কোথায়? এবং কীভাবে? ব্যবহার করা হবে তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।


শুক্রবারের পর রবিবার, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দ্বিতীয়বার চিঠি লেখেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে, সূত্রের খবর, বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে, ৩ দফা বৈঠকের পর কোথায় কোথায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। 


ফলে, বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী থেকে গেছে ভিন রাজ্যেই। এই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে, ২০০ কোম্পানি রয়েছে CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। বাকি ১২টি রাজ্য থেকে ১১৫ কোম্পানি স্পেশাল আর্মড পুলিশ ফোর্স মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, কোথায় কোন বাহিনী যাবে রাজ্য নির্বাচন কমিশনকে তার তালিকা জানাতে হবে। অন্যদিকে, কমিশনের যুক্তি ইতিমধ্যেই কোন জেলায় কত বাহিনী যাবে তার তালিকা জানানো হয়েছে কেন্দ্রকে।


এরইমধ্যে সূত্রের খবর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ফের চিঠি দিয়েছে রাজ্যে নির্বাচন কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী এখনও মোতায়েন করা হল না তা জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কমিশন জানিয়েছে, কোথায় কোন ফোর্স মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয় না কমিশন। তাই অতিরিক্ত ৪৮৫ কোম্পানি সহ আগের ৩১৫ কোম্পানি দিতেই এই চিঠি। 



আপাতত রাজ্যের বিভিন্ন এলাকায় যাঁদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে, তাঁরা রাজ্য নির্বাচনের কমিশনের আগের চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 


 


আরও পড়ুন, পতাকা লাগানো নিয়ে বচসা, মেরে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন