অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাসের মোকাবিলা করতে এবার অ্যাপ চালু করল সিপিএম (CPM)। নাম 'পাহারায় পাবলিক'। ভোটের আগের দিন থেকে কোনও এলাকায় অশান্তি দেখা দিলে, অ্যাপ মারফৎ জানালেই দলের নেতা-কর্মীরা তার DM, SP ও রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সাধু সাজতে চাইছে সিপিএম। সাইবাড়ি, নানুর, নন্দীগ্রামকাণ্ডের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।


গ্রামবাংলার সাধারণ মানুষের পাশে সিপিএম:  পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্য জুড়ে বাড়ছে সন্ত্রাস-খুনোখুনি! গত ২৪ দিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের দিন কী হবে? একথা ভেবে যখন গ্রামবাংলার সাধারণ মানুষের অনেকেই আতঙ্কে, তখন তাদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল সিপিএম। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একটি অ্যাপ-এর উদ্বোধন করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অ্যাপের নাম 'পাহারায় পাবলিক'


সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, ভোটের আগের দিন থেকেই যেখানে যে যা দেখবে অনৈতিক লুঠ সন্ত্রাস, সবকিছু এই অ্যাপে জানাবে এবং সিপিএম তখন সেই ইনফরমেশন গুলো সেই সব জেলার ডি এম-এস পি এবং নির্বাচন কমিশনকে জানাবে। কারণ ভোটের নিরাপত্তার যে ব্যবস্থা তৈরি হয়েছে তাতে সন্ত্রাস রোখা যাবে বলে মনে হচ্ছে না।


কী বলছেন বিরোধীরা? নীতিগত ভাবে আদায় কাঁচকলায় হলেও, সিপিএমের এই উদ্যোগকে সমর্থন করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী, এ বিষয়ে বলেন, আমরা তো বলছি, মানুষ যে যেখানে পারে, একজোট হয়ে এই লুঠ প্রতিরোধ করতে হবে। অধীর চৌধুরীর মন্তব্য, আমাদের পুঁজি মানুষের দুয়া, মানুষের দয়া, মানুষের আশীর্বাদ। তৃণমূলের পুঁজি বোমা, গুলি, পিস্তল আর পুলিশ।


 তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলছেন,ওটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বাম জমানার একের পর এক গণহত্যা, অপশাসন, আমতায় হাত কেটে নেওয়া, সাতগাছিয়ায় মুখে কৈ মাছ ঢুকিয়ে দেওয়া। মরিচঝাপি, সাইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, কোচবিহার, ২১ জুলাই, গণহত্যার নায়ক এবং যাদের জমানায় পঞ্চায়েত নির্বাচন ৪০-৮০জন করে খুন হত, তাঁরা এখন সাধু সাজছে, এ কেউ বিশ্বাস করবে না।


সম্প্রতি ফেসবুকে পতাকা এবং বাঁশের এই ছবি পোস্ট করে, মহম্মদ সেলিম লিখেছিলেন, প্রস্তুতি। ২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়। এবার পঞ্চায়েতের আগে ভোট লুঠ করতে নতুন অ্যাপ চালু করল সিপিএম।


আরও পড়ুন: Panchayat Election 2023: BJP প্রার্থীর পরিবারকে 'খুনের' হুমকি, হামলার পর মুখ খুললেন ৯ নম্বর বুথের অমর রায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial