কলকাতা : অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পাওয়া কোটি কোটি টাকা কার ? পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দিকে দায় ঠেললেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি 'তাঁর ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেছে তা পার্থ চট্টোপাধ্যায়ের। সেই টাকার ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। তিনি শুধু সেখানে থাকতেন।


সব অভিযোগ এড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে যখন দায় ঠেললেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), তখনই পাল্টা ইডি-র দাবি, 'সব জেনে-বুঝেই বিলাস-বহুল জীবন উপভোগ করেছেন অর্পিতা। অর্পিতা এখন দায় এড়িয়ে যেতে পারেন না। তাঁর ফ্ল্যাটে কোটি কোটি  টাকা পাওয়া গেছে। কেউ কি তাঁকে টাকা রাখার জন্য জোর করেছিল ? তিনি কি পার্থ চট্টোপাধ্যায়ের নামে কোনও অভিযোগ দায়ের করেছিলেন ?' আদালতে প্রশ্ন করেন ইডি-র আইনজীবী


প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার ১০ মাস পর আজই প্রথম জামিনের আবেদন জানান অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার জন্য আদালতে সওয়াল করতে আজ দিল্লি থেকে এসেছিলেন তাঁর আইনজীবী।  আদালতে ইডি-র আইনজীবী একটি ছবি দেখিয়ে বলেন, অর্পিতা এতটাই প্রভাবশালী যে তাঁর আইনজীবীর গাড়িতে ভারত সরকারে বোর্ড লাগানো আছে। আদালতে এই প্রসঙ্গ ওঠার পর আইনজীবী নিজের গাড়ি থেকে ওই বোর্ডটি সরিয়ে নেন।


আরও পড়ুন- 'মেরুদণ্ডদহীন এক প্রাণী বিক্রি হয়ে গেল' বায়রনকে তীব্র আক্রমণ বিকাশরঞ্জনের


প্রসঙ্গত, গত বছরের ২৩ জুলাই টালিগঞ্জ এবং ২৭ জুলাই বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং ৫ কোটি টাকার বেশি মূল্যের সোনা ও গহনা উদ্ধার করা হয়। যদিও পার্থ এবং অর্পিতা দু'জনই টাকার সঙ্গে যোগ অস্বীকার করেন। সাংবাদিকদের পার্থ জানিয়েছিলেন তাঁর কোনও টাকা নেই। ইডি-র দাবি ঘিরে প্রশ্ন করলে তাঁর যুক্তি ছিল, "আমার নয়, আমার নয়, আমার নয়। আমি কোনও দিন টাকার লেনদেন করি না।" আবার ওই টাকা তাঁর নয় বলে দাবি করেন অর্পিতাও।

কিন্তু চার্জশিটে ইডি জানিয়েছে, প্রথমে একাধিক বার এই টাকা ও গহনা তাঁর নয় বলে দাবি করেন অর্পিতা। ২০২২-এর ৪ অগাস্টের বয়ানে তিনি দাবি করেন, নিজের এবং মায়ের নিরাপত্তার কথা ভেবে প্রথমে তিনি সত্যি কথাটা বলেননি। অর্পিতা এ রপর দাবি করেন, তাঁর দু'টি ফ্ল্যাট থেকে যে বিপুল নগদ ও সোনা-গহনা উদ্ধার হয়েছে, তার মালিক পার্থ। তাই পার্থই বলতে পারবেন, বিপুল এই টাকা কোথা থেকে এসেছে। এবার আদালতে দাঁড়িয়ে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই দতায় ঠেললেন অর্পিতা মুখোপাধ্য়ায়।


আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক