কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান নিয়ে শুভেন্দু অধিকারীর করা একটি মন্তব্যকে হাতিয়ার করল তৃণমূল। 

Continues below advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের ক্লিপিং ট্যুইট করা হয় তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেল থেকে। সেখানে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান সোনারপুর। বক্তব্যের ওই প্রসঙ্গ ধরেই তোপ দেগেছে তৃণমূল। শুভেন্দুর গতকালের মন্তব্যকে ট্যুইট করে তীব্র কটাক্ষ তৃণমূলের। দলের তরফে লেখা হয়েছে, 'নেতাজির জন্মস্থান কটক, সোনারপুর নয়। বিরোধী দলনেতার এহেন অজ্ঞতা নেতাজির মতো জাতীয় ব্যক্তিত্বের অসম্মান। ইতিহাস বিকৃত করার এই কৌশলকে আমরা নিন্দা করছি।' শুভেন্দুকে কটাক্ষ করে ট্যুইট করেছেন কুণাল ঘোষও।

 

Continues below advertisement

 

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার