কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: নিজের নৌকা জলে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে এক নৌকা চালক নিজেই জলে তলিয়ে গেলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman)।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাইথনের জলাধারে নিজের নৌকা বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যান নৌকা চালক সুলেমান আনসারি। বছর ষাটের ওই প্রৌঢ় বাথার বাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে রাত থেকেই তল্লাসির কাজ চলছে। রবিবার সকালে মাইথনের (Mithon) ফায়রিং রেঞ্জের নিকট জলাধারের মধ্যে তল্লাসি চালাতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।


কীভাবে তলিয়ে গেলেন ওই নৌকা চালক?


ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শনিবার দুপুরে নৌকায় কয়েকজন যাত্রীদের সঙ্গে নিয়ে টাপুর দিকে রওনা দিয়েছিলেন নৌকা চালক সুলেমান আনসারি। যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে রাখেন। দুপুর হওয়ার কারণে একটি গাছের নিচে বসেছিলেন তিনি। কিন্তু আচমকা জলাধারের গতি দ্রুত হওয়ার ফলে নৌকার বাঁধন খুলে যায়। এবং নৌকা জলের তোড়ে ভেসে যেতে থাকে। নৌকাটি বাঁচাতে নিজে জলাধারে ঝাঁপ মারেন সুলেমান আনসারি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। নৌকা চালকের খোঁজে গতকাল থেকেই স্থানীয় অন্যান্য নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে তল্লাসি চালানো হয়। কিন্তু তাতেও হদিশ না মেলায় আজ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তল্লাসির কাজে নেমেছেন। নৌকা চালকের এবাবে জলে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।


আরও পড়ুন - Pashchim Bardhaman: সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে


অন্যদিকে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালীবাড়ি সংলগ্ন এলাকায় নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ি থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। কিন্তু তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌমিত্র রায়। বছর বাইশের ওই ব্যক্তির বাড়ি দুর্গাপুরের বিহারপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। দুর্ঘটনার প্রায় ঘণ্টাখানের পর গাড়ি থেকে বের করা হয় ওই দুই ব্যক্তিকে।