অমিত জানা, দাঁতন: গ্রামবাসীদের বিক্ষোভ, আর তার জেরে আটকে পড়ে আবগারি দফতরের (Excise Department) গাড়ি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আবগারি দফতর, ২ গ্রামবাসীকে আটক করে। গ্রেফতার করা হয় আরও ২ জনকে। আটক গ্রামবাসীদের ছাড়ানোর দাবিতে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।


গ্রামবাসীদের বিক্ষোভ: আবগারি দফতরের গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। সরকারি অফিসের গাড়ির গায়ে চাপড়।  ভিতরে তখন জড়োসড়ো হয়ে বসে চালক সহ ৬ জন। বিক্ষোভকারীদের একটাই দাবি, বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়ে যে ২ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে, তাঁদের ছাড়তে হবে। শেষপর্যন্ত পুলিশ গিয়ে কোনওরকমে সরকারি আধিকারিক ও কর্মীদের উদ্ধার করে।


আবগারি দফতরের অভিযান: বুধবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বেআইনি মদের কারবারিদের বিরুদ্ধে সুবর্ণরেখা নদীর পাড়ে বেলমুলা গ্রামে অভিযান চালায় দাঁতনের আবগারি দফতরের অফিসাররা।  কয়েকজন পালিয়ে গেলেও ২ জনকে গ্রেফতার করা হয়। আর আটক করা হয় ২ গ্রামবাসীকে। আটক ২ গ্রামবাসীকে ছাড়ানোর দাবিতেই দাঁতন আবগারি দফতরের সামনে এদিন সকাল ৯টা নাগাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন বেলমুলা গ্রামের বাসিন্দাদের একাংশ।  সেই সময় সেখানে বেলদা আবগারি দফতরের একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই গাড়িটিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপর দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের বুঝিয়ে বেলদা আবগারি দফতরের গাড়িটি বের করে দেয়। 


এক বিক্ষোভকারী বলেন, “ঘাটে যারা ছিল, সেই গ্রামবাসীদের বিনাদোষে তুলে এনেছে। না ছাড়া পর্যন্ত আন্দোলন চলবে।‘’ উত্তম বেরা নামে এক গ্রামবাসী বলেন, “গতকাল রাতে আবগারি দফতর হানা দেয়। যাকে ধাওয়া করে, সেই মদের কারবারি পালিয়ে যায়। সে সময় ঘাটে উপস্থিত দুজনকে ধরে নিয়ে আসে।‘’ দাঁতন আবগারি দফতরের ওসি মহম্মদ আসলাম শেখ এপ্রসঙ্গে জানান, “অফিস ঘেরাও হয়েছে। আমরা রেড করেছিলাম। তার জন্যই কিছু মানুষ এসেছে।  বাকি যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।‘’ সূত্রের খবর, আটক ২ গ্রামবাসীকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে দাঁতন আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে, বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চলবে।


আরও পড়ুন: Rampurhat Fire: 'পুলিশ রয়েছে, তা-ও জ্বলছি', জতুগৃহ থেকেই মেয়েকে ফোন মহিলার, অধরা বহু প্রশ্নের উত্তর