খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর: রক্তাক্ত খড়্গপুর। শিল্প শহরে ফের দিনে দুপুরে শ্যুটআউট। গুলি গুলিবিদ্ধ আর্থিক সংস্থার কর্মী।


এদিন বিকেল ৪টা নাগাদ, খড়গপুরের কঁয়তা গ্রামে ফিনান্স সংস্থার কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। দুষ্কৃতীরা ওই ব্যক্তির মাথায় গুলি করে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। ব্যক্তিগত শত্রুতাতেই গুলি, অনুমান পুলিশের।


আসানসোলেও হামলা:
কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমানের আসানসোলে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। ভর সন্ধেয় আসানসোল শহরে হোটেলের মধ্যে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে মারা হয়েছিল। আসানসোল পুলিশ লাইনের পাশেই ছিল ওই হোটেল। সেখানে ঢুকেই ওই হোটেলের মালিকের উপরেই হামলা হয়। 


আসানসোলে পুলিশ লাইনের পাশেই রয়েছে ওই হোটেল। সেখানে ঢুকে মালিককে গুলি করে মারে দুষ্কৃতীরা। হোটেলের লাউঞ্জে বসে ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় আচমকা পরপর গুলি করা হয়। শহরের বুকে অভিজাত হোটেলের মালিককে পরপর গুলির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই ব্যবসায়ী মারা যান। যেখানে ঘটনাটি ঘটেছে তার ১০০ মিটারের মধ্যেই রয়েছে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। ২ জন আততায়ী ছিল। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্রের সামনে রেখে ভয় দেখিয়ে সরানো হয়। তারপরে ঢুকেই কোনও কথা না বলেই গুলি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। ৪টি গুলি, মাথায়, বুকে, পেটে গুলির আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে সূত্রের খবর।   


মৃতের নাম অরবিন্দ ভগত। হোটেল-সহ একাধিক ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ওই সন্ধেয় হোটেলের লাউঞ্জে বসে, ২ ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক আলোচনা সারছিলেন অরবিন্দ। সেই সময় নিরাপত্তারক্ষীকে গান পয়েন্টে রেখে হোটেলে ঢুকে পড়ে ২ আততায়ী! এরপর মিনিট খানেকের অপারেশন! হাসপাতাল সূত্রের খবর, আসানসোল থেকে নিয়ে আসার পথেই মৃত্যু হয় অরবিন্দের। তাঁর মাথা, বুক ও পেটে মোট ৪টে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়েই পুলিশ কমিশনারের নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা, হোটেলে পৌঁছন। সূত্রের খবর, সম্প্রতি একটি জমি কেনার তোড়জোড় করছিলেন অরবিন্দ ভগত। 


বারবার রাজ্যের নানা জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। কখনও গুলি চালনার ঘটনা ঘটছে। এমন ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে।


আরও পড়ুন: ফের পথ দুর্ঘটনায় প্রাণহানি, প্রাণ গেল ভিলেজ পুলিশের