সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ব্লক সভাপতির প্যানেলের কোনও অঞ্চল সভাপতি ভোটাভুটিতে সুযোগ পাননি বলে অভিযোগ। তার জেরে, কেশিয়াড়িতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল। 


ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল কেশিয়াড়িতে। যদিও তৃণমূল নেতাদের দাবি, আগামীদিনে ফের এখানে ভোটাভুটি হবে।


বারবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তৃণমূলের দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। এর আগে, অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়ে কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু এবং তৃণমূলের কেশিয়াড়ি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রমের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। 
চলতি বছরেই ২৩ এপ্রিল, দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা জেলা সভাপতি। পরে পাল্টা অঞ্চল সভাপতিদের নতুন তালিকা প্রকাশ করেন ব্লকের সভাপতি এবং মহিলা তৃণমূলের জেলা সভাপতি। বিষয়টি নজরে এসেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। গত শনিবার কেশিয়াড়িতে দলীয় দ্বন্দ্ব নিয়ে উষ্মাপ্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন, 'কেশিয়াড়িতে গড়বড় আছে, কেশিয়াড়িতে সব ঠিকঠাক চলছে না। তোমরা চালাতে পারছো না।'


এরপরই, ওই দিন রাতে পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোটাভুটিতে অনিয়মের অভিযোগ ওঠে। সূত্রের দাবি, ব্লক সভাপতির প্যানেলের কোনও অঞ্চল সভাপতি ভোটাভুটিতে সুযোগ পাননি বলে অভিযোগ। কেশিয়াড়ি তৃণমূলের ব্লক সভাপতি শ্রীনাথ হেমব্রম বলেন, 'আমাদের অভ্যন্তরীন কিছু সমস্যা আছে, সবাই ভোট দিতে পারেনি, আমরা সেটা জানিয়েছিলাম তাই ভোট বাতিল হয়েছে।'


তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী। ২০১৮-র পঞ্চায়েত ভোটে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। এখন সংখ্যাগরিষ্ঠতা থাকার দাবি করলেও, এখানে বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল। এই অবস্থায়, ফের দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায়, স্বভাবতই অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের।


এর আগে নানা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এসেছিল। নবজোয়ার যাত্রার মাঝেই বেশ কিছু জেলায় ভোট ঘিরে সমস্যা হয়েছিল। ঝামেলায় জড়িয়েছিলেন তৃণমূলে ভিন্ন গোষ্ঠী। ব্যালট বক্স লুটের অভিযোগও উঠেছিল। তার আগে মুর্শিদাবাদ, জঙ্গিপুর-সহ বেশ কিছু এলাকায় কমিটি গঠন নিয়েও দ্বন্দ্বের ছবিটা সামনে এসেছিল।


আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার