বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পুলিশ কোয়ার্টারে ডেঙ্গি আতঙ্ক (Dengue Situation)। খড়গপুর (Kharagpur News) পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পুলিশকর্মীদের পরিবারের। পুরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি। এই নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ ওড়াল পুরসভা (Paschim Medinipur News)।


খড়্গপুর পুলিশ কোয়ার্টারে ডেঙ্গি আতঙ্ক


থানা চত্বরে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। পাঁক ভর্তি নর্দমা। থানা চত্বরে পড়ে পরিত্যক্ত গাড়ি। এই ছবি খড়গপুর লোকাল থানার। আর এই থানা চত্বরেই পরিবার নিয়ে থাকেন পুলিশ কর্মীরা। 


তাঁদের অভিযোগ, বছর চারেক ধরে পুরসভার তরফে নিকাশি নালা পরিষ্কার হয় না। থানা চত্বরে জঞ্জাল সাফাই হয় না দীর্ঘদিন। এই পরিস্থিতিতে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। 


এক পুলিশকর্মীর স্ত্রী সোমা মণ্ডল বলেন, "ছেলের ডেঙ্গি হয়েছিল...আবার যদি হয় ভয়ে ভয়ে থাকি...সন্ধে হলেই বাড়িতে মশা ঢোকে।" অন্য এক পুলিশকর্মীর স্ত্রী কবিতা সিংহ বলেন, "প্রচুর আবর্জনা...জল জমে আছে...ড্রেন পরিষ্কার হয় না...পুরসভাকে জানানোর পর একবার পরিষ্কার করেছিল...৩-৪ বছর ধরে পরিষ্কার হয়নি।"


আরও পড়ুন: Howrah : ফের হাওড়া ব্রিজের মাথায়, হেঁটে বেড়ালেন মানসিক ভারসাম্যহীন যুবক !


পুলিশ আবাসনের বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করেই তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় বলেন, "খড়গপুর শহর জুড়ে এই অবস্থা...পুরসভার গাফিলতি...ভয় কাটিয়ে পুলিশের লোকজন পুরসভার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছে...ডেঙ্গি তো পুলিশ বলে ছাড়বে না।"


যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা। খড়্পুর পুরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান বলেন, "পুলিশ কোয়ার্টার থেকে কোনও অভিযোগ পাইনি...স্প্রে করা হচ্ছে...ওঁরা আমাদেরকে জানালেই পরিষ্কার করে দেওয়া হবে।"


রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতে থানা চত্বর কবে সাফাই হবে, তার অপেক্ষায় খড়গপুর লোকাল থানার পুলিশ আবাসনের বাসিন্দারা। 


রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। একদিন আগেই তা নিয়ে উত্তাপ ছড়ায় রাজ্য় বিধানসভায়। বিধানসভা থেকে ডেঙ্গি উত্তাপ ছড়ায় রাজপথেও। বিধানসভায় বিক্ষোভ দেখানোর পর, বাইরে বেরিয়ে বাসে বাসে মশারি বিলি করলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা।  


রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, উদ্বেগ পুলিশ পরিবারের মধ্যেও


বিজেপি-র অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে গতকাল বিধানসভায় মুলতুবি প্রস্তাবও আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব নিয়ে অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায় বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারীরা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হলেও, বিধানসভায় আলোচনার সুযোগ নেই, অভিযোগ করেন বিরোধী দলনেতা। গোটাটাই নাটক, পাল্টা প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা ভট্টাচার্য।