সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: জয় ঘাসফুল শিবিরের আর উচ্ছ্বাস পদ্মশিবিরে ! এমন দুর্লভ দৃশ্যের সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর। তৃণমূলের জয়ের পর গেরুয়া পতাকা, আবির , বাজি নিয়ে বর্ণাঢ্য মিছিল বেরোল দাসপুরে। কিন্তু কেন এমন উদযাপন? অবাক তৃণমূলও। 


পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরের ঘটনা। সমবায় সমিতি ভোটে সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু রবিবার দেখা গেল অদ্ভুত ছবি। তৃণমূলের জয় ঘোষণা উৎসাহের সঙ্গে দলীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি ! সঙ্গে দেওয়া হয় দলীয় স্লোগান।  সঙ্গে ফটানো হয় বাজিও। বিজেপি কর্মী সমর্থকদের উদযাপন দেখে তাজ্জব সকলে।                


 পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর শহিদ প্রদ্যুৎ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে ছিল সমবায় সমিতির নির্বাচন । এই সমবায়ের ভোট হয় ৬২টি আসনে। ৬২ টি আসনেই জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই জয় লাভের পর বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই সময় দেখা যায়, অন্য এক চিত্র। তৃণমূলের বিজয় মিছিলের পাশেই দলীয় পতাকা নিয়ে বাজি ফাটাতে শুরু করেন  বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান !                      


তৃণমূল জয়লাভ করলেও কেন উৎসাহ বিজেপি কর্মীদের? সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিজেপি নেতারা বলেন,  'দীর্ঘ দিন ভোট হয়নি এই সমবায় সমিতিতে, আমরা প্রথম ভোটে অংশগ্রহণ করলাম । আমাদের ভোটের মার্জিনও ভালোই। আমরা পরাজিত হয়েছি সব কটা আসনেই। কিন্তু ভোটে যে অংশগ্রহণ করেছি, সেই খুশিতেই আমাদের কর্মী সমর্থকেরা আনন্দ করছেন। স্লোগান দিতে দিতে পতাকা নিয়ে বাজি ফাটাচ্ছি তাই । '


বিজেপির এই কাণ্ড দেখে কী বলল ঘাসফুল শিবিরের লোকজন? স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, 'এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের জন্যই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে । আগামী দিনে আরও উন্নয়ন করার চেষ্টা করব আমরা । ' কিন্তু বিজেপির বাজি ফাটানোর বিষয়কে  হলেও এড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস।                 


আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী