মুম্বই: শরিক দলের কেউ নন, বিদ্রোহ ঘোষণা করেছেন নিজের লোকজনই। তা নিয়ে এ বার মুখ খুলেলন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিদ্রোহী বিধায়কদের সামনা সামনি এসে কথা বলতে আর্জি জানালেন তিনি। উদ্ধব জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র নিয়ে বসে রয়েছেন। মুখোমুখি দাঁড়িয়ে ইস্তফা দিতে বলুন বিদ্রোহীরা। তাহলেই আর দ্বিতীয় চিন্তা-ভাবনা করবেন না তিনি। 


পদত্যাগ করতে প্রস্তুত, জানালেন উদ্ধব


মহারাষ্ট্রে ক্ষমতা (Maharashtra Political Crisis) টিকিয়ে রাখা নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। শিবসেনার বিদ্রোহী নেতাদের বিজেপি শাসিত অসমের গুয়াহাটি সরিয়ে নিয়ে গিয়ে রাখা হয়েছে। সেই অবস্থায় বুধবার বিকেলে ভার্চুয়াল বৈঠক করেন উদ্ধব। সেখানে তিনি বলেন, "বিধায়কদের অনেকেই ফোন করছেন। ফিরতে চান বলছে জানাচ্ছেন আমাদের। কিন্তু এই ঘটনায় আমি স্তম্ভিত। কারণ কংগ্রেস অথবা এনসিপি যদি বলত, আমার আর মুখ্যমন্ত্রী থাকা চলবে না, তাহলে হয়ত মেনে নিতে পারতাম। কমলনাথ নিজে বলেছেন, আমারই মুখ্যমন্ত্রী থাকা উচিত। কিন্তু নিজের লোকজনই আমাকে চাইছেন না। কীই বা বলতে পারি? "


এর পরই সরাসরি বিদ্রোহী বিধায়কদের কোর্টে বল ঠেলেন উদ্ধব। তিনি বলেন, "কোনও যদি আমাকে মুখ্য়মন্ত্রী হিসেবে দেখতে না চান, বর্ষা বাংলো থেকে জিনিসপত্র গুটিয়ে মাতোশ্রী ফিরে যেতে প্রস্তুত আমি। সামনা সামনি এসে ইস্তফা দিতে বলুন আমাকে। আপনারা বসলে, মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত আমি। সংখ্যায় কিছু যায় আসে না, কিন্তু আমার বিরুদ্ধে কত জন , তা জানা দরকার। এক জন বিধায়কও বিরোধী হলে, আমার জন্য তা-ও লজ্জাজনক। আমি পদত্যাগপত্র তৈরি রাখছি। আমার ইস্তফা চান বলুন। আমি বালাসাহেবের ছেলে। চেয়ারের প্রতি লোভ নেই।"


আরও পড়ুন: Maharashtra Crisis live : বিকেল ৫টায় শিবসেনা সাংসদ-বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধবের


একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছেন। উদ্ধব কারও সঙ্গে দেখা করেন না, বালাসাহেব ঠাকরের নীতি থেকে সরে এসেছেন, এমন হাজারো অভিযোগ তুলেছেন তাঁরা। কিন্তু করোনা আক্রান্ত উদ্ধবের দাবি, শারীরিক অসুস্থতা, অস্ত্রোপচারের কারণেই কিছু দিন ধরে কারও মুখোমুখি হতে পারেননি তিনি। বালাসাহেবের নীতি প্রসঙ্গে উদ্ধবের বক্তব্য, "আমাদের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে হিন্দুত্ব। হিন্দুত্বের জন্য কে, কী করেছেন, তা বিচারের সময় নয় এটা. বালাসাহেবের হিন্দুত্ব নীতিকেই এগিয়ে যাচ্ছি আমি।"


শিবসেনার অন্দরে তীব্র টানাপোড়েন


শিবসেনার বিদ্রোহীরা এই মুহূর্তে গুয়াহাটিতে রয়েছেন। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন তাঁরা। দল থেকে বহিষ্কৃত একনাথই পরিষদীয় দলের প্রধান বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।  ওই চিঠিতে ৩৪ জন বিধায়কের স্বাক্ষর রয়েছ, যার মধ্যে চার নির্দল বিধায়কও শামিল। একনাথ জানিয়েছেন, তাঁদের পক্ষে ৪৫ জন বিধায়ক রয়েছেন। যদিও শিবসেনার বিধায়করা তাঁর পাশেই রয়েছেন বলে দাবি উদ্ধবের। রাতে এনসিপি প্রধান শরদ পওয়ার এবং কংগ্রেস নেতা কমলনাথের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে উদ্ধবের।