সমীরণ পাল, দেগঙ্গা: জমি সংক্রান্ত বিবাদের (land dispute) জেরে গলার নলি কেটে খুন করা হল একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার (Deganga) হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আবজানগর মানিকপুর এলাকায়। মৃতের নাম সিরাজুল ইসলাম। বয়স ৪৮।  সিরাজুলের গলার নলি কেটে পাট ক্ষেতে বস্তার মধ্যে পুরে মৃতদেহটি রেখে পালিয়ে যাই খুনিরা। রবিবার রাত ৯ টা নাগাদ ঘটা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। জমি সংক্রান্ত বিবাদের জেরেই সিরাজুলকে খুন করা হেযে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। 


আরও পড়ুন: Madhyagram News: উপস্থিত না থাকলেও তৃণমূলের যোগদান সভায় ISF পঞ্চায়েত সদস্যার নাম ঘোষণা, বিতর্ক মধ্যমগ্রামে


প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলামরা তিন ভাই। সিরাজুল পেশাই কৃষি কাজ করেন। এবার মাটিতে লাউ চাষ করেছে। প্রতিদিন দুপুরে ভাত খেয়ে লাউয়ের জমিতে কাজ করতে যেতেন তিনি। রবিবার রাত হয়ে গেলেও সিরাজুল ইসলাম বাড়ি ফেরেননি। এরপর তাঁর মেজ ভাই খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত নটা নাগাদ মাঠে  লাউয়ের জমির পাশে একটি পাট ক্ষেতের মধ্যে তাঁর গলার নলিকাটা রক্তাক্ত দেহ বস্তার মধ্যে দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে দেগঙ্গা থানার প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছান। তারপর সিরাজুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 


পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে সিরাজুলের ছোট ভাই আরিজুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। আদালতে মামলাও হয়। ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে সিরাজুল ইসলাম খুন হতে পারে। এদিকে ঘটনার পর থেকে মুদির দোকানদার সিরাজুলের ছোট ভাই আরিজুল ইসলাম ও তার স্ত্রী পলাতক। গ্রামবাসীদের সন্দেহ, তার ছোট ভাই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মণ্ডল। নিহত সিরাজুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তিনি পাশাপাশি এই খুনের ঘটনায় যারা জড়িত আছে তাদের পুলিশ কঠোরতম শাস্তি দেবে এমনই দাবি করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bengal Cyclist Everest: সাইকেলে চড়ে এভারেস্ট বেসক্যাম্পে ত্রিপুরার বাপি, দু'চাকায় ভর করেই গড়লেন রেকর্ড