কলকাতা: রবিবার থেকে ফের বাড়ছে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়ছে।  কলকাতায় ডিজেলের দাম লিটারে বাড়ছে ৮০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৩ টাকা ৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৭ টাকা ৮২ পয়সা। 


বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই  পেট্রোল ডিজেলের দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম (Petrol price) । ডিজেলের (Diesel ) দাম একশোর চৌকাঠে। এইভাবে চললে, খুব শিগগিরি পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেলবে। তবে এই জ্বালানির দামবৃদ্ধি খুব সহজে থামবে না বলেই মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।


আরও পড়ুন, ‘রাজ্য সরকার ভ্যাট কমালেই জ্বালানির দাম কমবে’, মমতা প্রশাসনকে নিশানা শমীকের


এদিন সকালেও ভারতে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। এরপর রাতেও বাড়ল জ্বালানির দাম। এই পরিস্থিতিতে নানা রাজনৈতিক মহল থেকে উঠছে সমালোচনা ঝড়। কেন্দ্রীয় সরকারের দিকেই সকলের অভিযোগের তির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে। 


বিজেপির তরফে অবশ্য দাবি করা হচ্ছে, তেলের দামবৃদ্ধির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। 


জ্বালানির দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়া। তার উপর অনেকটাই নির্ভর করে আছে বাজারে আনা পণ্যের খরচ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের।