ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ দখল করেছিল নির্মাণ সামগ্রী (construction materials)। যার জেরে প্রায়দিন ঘটত ছোট-বড় দুর্ঘটনা (accidents)। শেষমেশ বাসিন্দাদের বারবার অভিযোগের মুখে নন্দকুমার-দিঘা জাতীয় সড়কের (national highway) একাংশ জুড়ে পড়ে থাকা নির্মাণ সামগ্রীর স্তূপ সরাল পুলিশ (Police) ও পুরসভা (Municipality)।


রাস্তা জুড়ে নির্মাণ সামগ্রীর স্তূপ


রাস্তা জুড়ে স্তূপ করে বালি (sand) রাখা, কোথাও আবার রাস্তা দখল করে রাখা রয়েছে স্টোন চিপস (stone chips)। এটা কোনও কম গুরুত্বপূর্ণ বা পাড়ার রাস্তা নয়, জাতীয় সড়ক। অথচ, তারই অবস্থা এরকম। 


স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার-দিঘা জাতীয় সড়কের একাংশ দীর্ঘদিন ধরেই এই অবস্থায় রয়েছে। রীতিমতো প্রাণ হাতে নিয়ে এই পথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এমনকী পথ দুর্ঘটনায় মৃত্যু পর্যন্তও হয়েছে।


পুলিশ ও পুরসভার উদ্যোগ


এই পরিস্থিতিতে রবিবার রাস্তা দখল করে রাখা নির্মাণ সামগ্রী সরাল পুলিশ ও পুরসভা। কাঁথির বাসিন্দা অনুপ মাইতির কথায়, 'খুবই ভাল উদ্যোগ এটা। বাইপাস সংলগ্ন এলাকা তো এটা।'


কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলর অতনু গিরি বলছেন, 'প্রায়ই টুকটাক দুর্ঘটনা লেগেই থাকত। আমরা আজ প্রশাসনের যে মালপত্র রাস্তা অবরোধ করে ছিল সেগুলি সরানোর কাজ করব।'


এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপিও। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানাই। সেই সঙ্গে বলব যাতে দুর্নীতিমুক্ত প্রশাসন মানুষ পায় সেই দিকে নজর দিতে।'


আরও পড়ুন: Giyasuddin Mondal: খুনের চেষ্টা থেকে চুরি; আলিয়াকাণ্ডে গ্রেফতার গিয়াসউদ্দিনের নামে রয়েছে ১১টি মামলা


মাসখানেক আগে এই জাতীয় সড়ক দিয়ে টোটোয় করে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের (labourers)। বাসিন্দারা বলছেন, আরও আগে এই পদক্ষেপ নিলে এভাবে দু’জনকে মরতে হত না।